আশাবুল হোসেন, দীপক ঘোষ ও বিজেন্দ্র সিংহ, কলকাতা: গোটা দেশে কলকাতাই সবচেয়ে নিরাপদ শহর, বলছে কেন্দ্রীয় পরিসংখ্যানই। তা নিয়েই এ বার বিজেপি-র বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল। ট্যুইটারে সরাসরি অমিত শাহর (Amit Shah) উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও, বিজেপি (BJP) নেতৃত্ব এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।


ট্যুইটারে সরাসরি শাহকে আক্রমণ অভিষেকের


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০২১ (National Crime Record Bureau) সালের রিপোর্ট অনুযায়ী, দেশের ১৯টি বড় শহরের মধ্যে, মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ কলকাতা। শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে কয়লা এবং গরু পাচারের অভিযোগে যখন জর্জরিত দল, সেই সময় কেন্দ্রীয় এই পরিসংখ্যান কার্যতই অক্সিজেন জুগিয়েছে তৃণমূল নেতাদের। 


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ NCRB-র পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে দেশের মধ্যে সবথেকে বেশি নারী নির্যাতনের মামলা রুজু হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে, ৫৬ হাজার ৮৩। দ্বিতীয় স্থানে রাজস্থান, ৪০ হাজার ৭৩৮। তৃতীয় স্থানে মহারাষ্ট্র, ৩৯ হাজার ৫২৬ এবং চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, ৩৫ হাজার ৮৮৪। 


আরও পড়ুন: Kolkata Safest City: দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ কলকাতা, নারী-সুরক্ষাতেও শীর্ষে, বলছে কেন্দ্রীয় রিপোর্ট


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ NCRB-র ২০২১ সালের পরিসংখ্যান বলছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের মামলা রুজু হয়েছে রাজস্থানে, ৬ হাজার ৩৩৭। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, ২ হাজার ৮৪৫। NCRB-র ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, দেশের বড় শহরগুলির মধ্যে
সবচেয়ে কম ধর্ষণের মামলা রুজু হয়েছে কলকাতায়,১১টি। দেশের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে দিল্লিতে, যেখানকার নিরাপত্তা দেখভালের দায়িত্বে অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, ১ হাজার ২২৬।


কলকাতায় খুনের মামলা রুজু হয়েছে ৪৫টি। আর দিল্লিতে এই সংখ্যা ৪৫৪। কলকাতায় নারী নির্যাতনের মামলা হয়েছে ১২৭টি। আর দিল্লিতে রুজু হওয়া নারী নির্যাতনের মামলার সংখ্যা ১ হাজার ২৩। তাই ট্যুইটারে অভিষেক লেখেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে এখন দু’টি কাজ। বাড়িতে ছেলেকে জাতীয়তাবাদের শিক্ষা দেওয়া এবং তাঁর অধীনস্থ পুলিশ ব্যবস্থা সাজানো। দিল্লিতে ভয়ঙ্কর অপরাধের হার আমাদের বিস্মিত করেছে। ইডি-কে নিয়ে পুতুলখেলার বদলে, বাংলায় সরকার পরিচালনার মডেল থেকে তাঁর শিক্ষা নেওয়া উচিত'।


তৃণমূলের আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি


বিজেপি-কে ঝাঁঝালো আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুাল ঘোষ। তাঁর কথায়, "এনসিআরবি-র তথ্য বলছে কলকাতায় খুনের সংখ্যা ৪৫। কিন্তু, দিল্লিতেও ৪৫ আছে, পাশে আর একটা ৪, অর্থাৎ ৪৫৪। কলকাতায় ধর্ষণের সংখ্যা ১১। দিল্লিতে ১২২৬। নারী নির্যাতন কলকাতায় ১২৭। দিল্লিতে ১০২৩। ফলে এই তুলনা গুলো করলে দেখা যাচ্ছে মোদী-অমিত শাহ তাঁদের দিল্লি সামলাতে পারছেন না। অথচ বাংলার পিছনে লাগছে। তাই প্রতিহিংসার রাজনীতি না করে মমতার কাছ থেকে সুশাসনের শিক্ষা নেওয়া উচিৎ। কলকাতা নিরাপদতম শহর বলে চিহ্নিত হয়েছে আপনাদেরই সংস্থার রিপোর্ট।"