সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: দিনে-দুপুরে এক গৃহবধূকে (housewife) ধারাল অস্ত্র (sharp weapon) দিয়ে আঘাতের (attack) অভিযোগে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের (raigunj) দক্ষিণ সুদর্শনপুর এলাকায়। অভিযুক্ত যুবককে মারধর করে পুলিশের (police) হাতে তুলে দেয় স্থানীয়রা। কিন্তু যে ভাবে দিনের বেলা ঘটনাটি ঘটেছে, তাতে কিছুটা ভয়ের মধ্যে আশপাশের মানুষজন।


কী অভিযোগ?
পুলিশ জানিয়েছে, আক্রান্ত গৃহবধূর নাম দেবশ্রী ভট্টাচার্য। বয়স ৩৪ বছর। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অভিযুক্ত যুবক চুরির জন্য এসেছিল। দেবশ্রী তাতে বাধা দেওয়াতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সে। তার পরই তার উপর ধারাল অস্ত্রের আঘাত হান হয়। আক্রান্তের ঘরের লকারও ভাঙা অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। কিন্তু রায়গঞ্জ শহরের মধ্যে কী ভাবে দিনেদুপুরে এই ধরনের ঘটনা ঘটল? তা হলে কি প্রশাসনের নজরদারি ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো নয়? নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয়দের অনেকেই। 


পর পর ঘটনা...
রাজ্যের নানা প্রান্তে এমন একাধিক ঘটনার কথা প্রায়শই শিরোনামে আসে। দিন তিনেক আগে স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে পরিচারিকার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়া শহরে। একই বাড়িতে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হন গৃহকর্ত্রীও। কী ভাবে ঘটল এমন, জানার চেষ্টায় তদন্ত শুরু করে পুলিশ। তবে প্রতিবেশিদের ধারণা ওই পরিচারিকাকে খুন করা হয়েছে। খুনের অভিযোগ বাড়িতে কর্মরত দুই কাঠমিস্ত্রির বিরুদ্ধে। অভিযুক্তরা ফেরার। নিহতের নাম পার্বতী বাদ্যকার বলে পুলিশ সূত্রে খবর। বয়স ৫৫ বছর। তাঁর বাড়ি স্থানীয় পোকা বাঁধ বাড়ায়। পুরুলিয়া শহরের দর্জিপাড়ায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন পার্বতী। ওই ব্যবসায়ীর নাম প্রদীপ দাস কর্মকার। তাঁর স্ত্রী, নন্দিতা দাস কর্মকারকেও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। বাহান্ন বছরের প্রৌঢ়া জখম অবস্থায় এখন চিকিৎসাধীন। হঠাৎ কী থেকে এমন ঘটনা,তা নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। রহস্যের আঁচ পরতে পরতে। কিছুটা নিরাপত্তার অভাবও অনুভব করছেন স্থানীয়রা। পুরুলিয়া সদর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। খোঁজ চলছে ফেরার অভিযুক্তদেরও। তার আগে, গত মাসে হাড় হিম করা জোড়া খুনের খবরে শিরোনামে এসেছিল পুরুলিয়া। সে বার ঘটনা ঘটে পুরুলিয়া মফস্বল থানা এলাকার কানালি গ্রামে। রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে খুন হন এক পেট্রোল পাম্পের ম্যানেজার ও তাঁর ছেলে। ম্যানেজারের কাছে থাকা পেট্রোল পাম্পের টাকা লুঠ করতেই  কুপিয়ে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান করেছিল পুলিশ।
এবার আক্রান্ত রায়গঞ্জের এক গৃহবধূ। 


আরও পড়ুন:ডোমজুড়ের গ্রাম থেকে গ্রেফতার কেপমারিতে অভিযুক্ত গ্যাং, উদ্ধার ৯ শিশুও