শারজা: টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। কিন্তু সেই সিদ্ধান্ত পুরোটাই বুমেরাং হয়ে গেল। ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকল বাংলাদেশ (Bangladesh)। নিজের ১০০ তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে মাত্র ১১ রানে প্যাভিলিয়নে ফিরলেন শাকিব (Shakib Al Hasan)। টাইগারদের ব্যাটিং লাইন আপের শুরুতেই আঘান হানেন মুজিব উর রহমান। ১০ ওভারে মাত্র ৫৩ রান বোর্ডে তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। একে এক ফিরে গিয়েছিলেন দলের টপ অর্ডারের তারকা ব্যাটাররা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব আল হাসান। কিন্তু দ্বিতীয় ও চতুর্থ ওভারে পরপর ২ ওপেনারকে হারায় বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটারদের সামনে রীতিমত ত্রাস হয়ে উঠছিলেন মুজিব উর রহমান। শুরুতে নিজের ৩ ওভারেই পরপর ২ ওপেনার ছাড়াও অধিনায়ক শাকিবকে ফিরিয়ে দেন তিনি। এরপর রশিদ এসেও উইকেট তুলে নেওয়ার সেই ধারা বজায় রাখলেন। ২ স্পিনার ৩টি করে উইকেট তুলে নেন প্রতিপক্ষ শিবিরে। শেষ পর্যন্ত ১২৭ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বােচ্চ ৪৮ রান করেন মোসাদ্দেক হোসেন। যদিও টপ অর্ডারের কেউই রান না পাওয়ায় বড় রান স্কোরবোর্ডে তুলতে ব্য়র্থ হয় বাংলাদেশ ক্রিকেট দল।
শাকিবের ১০০ তম টি-টোয়েন্টি ম্যাচ
এশিয়া কাপের মঞ্চে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন শাকিব আল হাসান। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2022) ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি (T20 Internation Cricket) ক্রিকেটে নিজের ১০০ তম ম্যাচ খেলে ফেললেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। এবারের টুর্নামেন্টের বাংলাদেশের অধিনায়ক তিনি।
২০০৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল বাঁহাতি এই তারকা অলরাউন্ডারের। সেই বছরের ২৮ নভেম্বর জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল শাকিবের। সেই ম্যাচে ব্যাট হাতে ২৬ রান করেছিলেন তিনি। বল হাতে ১ উইকেট তুলে নিয়েছিলেন।
শাকিবের আগে মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম রয়েছেন তালিকায়। মাহমুদুল্লাহ বাংলাদেশের জার্সিতে ১১৯ ম্যাচ খেলেছেন। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা মুশফিকুর রহিম মোট ১০১ ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।
আরও পড়ুন: দলে ফিরবেন পন্ত, না খেলবেন কার্তিকই? হংকংয়ের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের একাদশ?