কলকাতা : এবার জঙ্গিদের নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ? তাও আর এমন একজন নজরদারি চালাচ্ছিল অভিষেকের উপরে, যার নাম উঠে এসেছে মুম্বই হামলার অন্যতম চক্রীর মুখে ! চাঞ্চল্যকর দাবি করেছে কলকাতা পুলিশ। চলছে লোকসভা ভোট। সারা রাজ্যে ছুটে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের প্রধান সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই অভিষেকের উপর এক দাগী দুষ্কৃতীর নজর রাখার দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, এরপরই নিরাপত্তা জোরদার করা হয়েছে অভিষেক ও মমতার।
কলকাতা পুলিশ রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে, যে মুম্বই হামলার চক্রী ডেভিড কোলেম্যানকে সাহায্য করেছিল বলে অভিযোগ। কলকাতা পুলিশের দাবি, রেগে সম্প্রতি ২ দিন কলকাতায় ছিল। আর সে নাকি নজর রাখছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। জানিয়েছেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা। মুরলীধর শর্মার দাবি, তদন্তে জানা গিয়েছে, মুম্বই থেকে একজন লোক এখানে এসে থেকেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি রাজারাম রেগে।
পুলিশের দাবি, সন্দেহভাজন রেগে অভিষেকের পিএ-কে ফোন করে। অভিষেককেও ফোন করার চেষ্টা করে। রাজনৈতিক কারণে সাক্ষাতের জন্য সময় চেয়ে ফোনও করে সে অভিষেকের পিএ-কে। কলকাতা পুলিশের দাবি ১৮, ১৯ এপ্রিল কলকাতায় ছিল অভিযুক্ত রাজারাম রেগে। শেক্সপিয়র সরণির হোটেলে ছিল মুম্বই হামলার চক্রী রাজারাম। এরপর মুম্বই থেকে অভিযুক্ত রাজারাম রেগেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
এই রেগে একসময় শিবসেনা নেতা ছিলেন। ২৬/১১ মুম্বই হামলার তদন্তে তার নাম উঠে এসেছিল। ২৬/১১ -র অন্যতম চক্রী ডেভিড হেডলির সঙ্গেও যোগাযোগ ছিল এই রেগের। হেডলি নাকি শিবসেনা ভবনের সামনে রেগের সঙ্গে দেখাও করে।
কী করেছিল রেগে
রাজারাম রেগে মুম্বইয়ে ২৬/১১ হামলার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। সে দুদিন কলকাতায় আসে। উঠেছিল দক্ষিণ কলকাতার একটি হোটেলে। সেখান থেকেই তিনি, AITC সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজর রাখছিল। অভিষেকের আপ্ত সহায়কের নম্বরও জোগাড় করে সে। রাজারাম রেগেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের টাস্ক ফোর্স।
রাজারাম রেগে মুম্বই থেকে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রেকে করার চেষ্টা করছিল বলে দাবি কলকাতা পুলিশের। প্রাথমিক তদন্তে জানা গেছে, রেগে কিছু লোকের সঙ্গে দেখাও করে। বিষয়টি নিয়ে গভীরে তদন্ত করা হচ্ছে বলে জানায় কলকাতা পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন :
কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?