করুণাময় সিংহ, মালদা: সাত সকালে বিধ্বংসী আগুন পুড়ে ছাই হয়ে গেল অন্তত কুড়িটি বাড়ি (Malda Fire Incident)। মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা অঞ্চলের হাতিছাপার মামুমোড় এলাকায় ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে যা জানা যাচ্ছে, তাতে বাড়িগুলির আসবাবপত্র থেকে শুরু করে সোনাদানা, নগদ টাকা থেকে শুরু করে সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। কুড়ি জন দিনমজুর পরিবার ওই বাড়িগুলির বাসিন্দা। এখন, সর্বস্ব হারিয়ে, পরিজনকে নিয়ে নদীবাঁধের উপর তাঁরা আশ্রয় নিয়েছেন।


যা জানা গেল...
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল সাতটা নাগাদ এলাকার একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। নদীর দিক থেকে তখন হাওয়া দিচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সেই হাওয়ার জেরে চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে ভয়াল অগ্নিকাণ্ডের চেহারা নয় সেটি। জ্বলেপুড়ে শেষ হয়ে যায় কুড়িটি বাড়ি। আগুনের তীব্রতা এতটাই ছিল যে ঘর থেকে আসবাবপত্র, খাবারের মতো প্রয়োজনীয় সামগ্রী পর্যন্ত বের করার সময় পাননি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা। তাঁদের সাহায্য করতে ছুটে এসেছিলেন পড়শিরা। প্রথম দিকে তাঁরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু পারেননি। খবর দেওয়া হয় দমকলে। দেরিতে হলেও দমকল সেখানে পৌঁছে প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে এলাকার প্রায় অধিকাংশ বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা যায়, ওই গ্রামের অনেকেই পরিযায়ী শ্রমিকের কাজ করেন। এলাকার অধিকাংশ পুরুষ-মহিলা ভিন রাজ্যে রয়েছেন। এমনিতেই নানা সমস্যায় জর্জরিত বাসিন্দারা। তার উপর এই অগ্নিকাণ্ডের জেরে। আনুমানিক ২০-২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এদিনের ঘটনায়, প্রাথমিক ভাবে এমনই মনে করছেন স্থানীয়রা। 


অগ্নিকাণ্ড নানা জায়গায়...
গত পরশু অর্থাৎ শনিবার হাসনাবাদ স্টেশন সংলগ্ন হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে যায় বস্তি এলাকায়। বস্তিতে থাকা চারটি বাড়ি ও একটি দোকান ঘর মুহূর্তের মধ্যে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। এলাকার বাসিন্দাদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়। তবে ততক্ষণে সব শেষ। এই ঘটনার আবার মাসখানেক আগে, কলকাতার ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন ঝুপড়ি এলাকায় আগুন লাগে। তাতে একসঙ্গে পুড়ে ছাই হয়ে যায় ২০ টি ঝুপড়ি। প্রায় দেড় ঘণ্টা ধরে লাগাতার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দুপুর ১টা নাগাদ ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন বাবুবাগান ঝুপড়ি এলাকায় আগুন লাগে। 


 


আরও পড়ুন:মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের বেতন ফেরত দিতে হবে, রায় হাইকোর্টের