কলকাতা: আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কার্যত পুরোদস্তুর ভোটের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধুমাত্র জানুয়ারি মাসেই ১৯ দিনে রাজ্য জুড়ে ২৬টি সভা করবেন তিনি। আজ বারুইপুর দিয়ে শুরু হচ্ছে অভিষেকের কর্মসূচি। বারুইপুরের প্রচারের সভামঞ্চ নির্মাণেও থাকছে অভিনবত্ব। প্রথাগত মঞ্চের আদল ভেঙে মানুষের আরও কাছে যেতে, তৈরি হয়েছে র‍্যাম্প। বক্তৃতা দিতে দিতেই মূল মঞ্চ থেকেই র‍্যাম্পের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যেতে পারবেন অভিষেক।

Continues below advertisement

BLA-দের নিয়ে বৈঠকে জরুরি বার্তা অভিষেকের

অন্যদিকে,  'শুনানিতে যাঁরা যাচ্ছেন তাঁদের জন্য ক্যাম্প করুন', মুখ্যমন্ত্রীর পর এবার BLA-দের নিয়ে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের BLA 2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরও দেড় মাস BLO-দের ম্যান মার্কিংয়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'এদের ষড়যন্ত্র আরও গভীর, আরও দেড় মাস BLO-দের ছায়াসঙ্গী থাকতে হবে। বাড়ি বাড়ি গিয়ে সব বাদ দেওয়া নামের বিষয় খতিয়ে দেখতে হবে। আরও ৬ সপ্তাহ ভোট রক্ষা শিবির সব সক্রিয় রাখতে হবে', ভার্চুয়াল বৈঠক BLA 2-দের নির্দেশ অভিষেকের, খবর সূত্রের। SIR-এর ফর্ম পূরণে সাহায্য করতে আগেই 'MAY I HELP YOU' ক্যাম্প চালু হয়েছে।আর এবার শুনানি পর্বে সাহায্যের জন্য ক্যাম্প চালু করতে নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, রবিবার SIR ইস্যুতে এক লক্ষের বেশি নেতা-কর্মী ও BLA-2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে সোমবার থেকেই ক্য়াম্প করতে হবে। চেয়ার টেবিল নিয়ে বসুন। BLO 2-কে বলব শুনানি পর্বে উপস্থিত থাকুন। এটা যুদ্ধের সময়।  আমরা এক ইঞ্চি জমিও ছাড়তে পারি না।তিনি আরও বলেন, এদের ষড়যন্ত্র আরও গভীর। ফের কার্যত ম্যানমার্কিং-এর নির্দেশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, আরও দেড়মাস BLO-দের ছায়াসঙ্গী হিসাবে থাকতে হবে।

Continues below advertisement

মালদায় শুভেন্দুর সভা

অন্যদিকে, আজই মালদার চাঁচলের কলমবাগানে বিজেপির 'পরিবর্তন সংকল্প সভা' -র আয়োজন করা হয়েছে। সভায় থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। কলকাতা হাইকোর্টের অনুমতিতে দুপুর ১টা নাগাদ এই সভা হওয়ার কথা রয়েছে। ।এর আগে সভায় পুলিশের অনুমতি না মেলার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। ৩১ ডিসেম্বরের শুনানিতে সভার ব্যাপারে শর্তসাপেক্ষে অনুমতি দেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। অন্যদিকে, রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের কার্যত প্রত্যাবর্তন হয়েছে বুধবার। সূত্রের খবর, আর এবার, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বিধানসভায় নির্বাচনে লড়তে চেয়েছেন তিনি। সে কথা জানিয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বর কাছেও। সূত্রের দাবি, বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে কথা বলেই চূড়ান্ত হবে বিজেপির 'দাবাং' নেতার ভূমিকা। তবে দিলীপ ঘোষ যে থাকছেন সক্রিয়ভাবে, তা কার্যত স্পষ্ট করে দিয়েছে পদ্ম শিবির।