কলকাতা: পাখির চোখ লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। নতুন বছরে পা দিতেই শাসক-বিরোধীদের মাঝে তোপ দাগাদাগি আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। একদিকে বঙ্গ সফরে ইতিমধ্যেই মন দিয়েছেন কেন্দ্রের শীর্ষ নের্তৃত্বরা। সম্প্রতি শহরে এসেছিলেন শাহ-নাড্ডা। ক্রমশই গেরুয়া শিবিরের নিশানায় বারবার বিরোধী জোট ইন্ডিয়া (I.N.D.I.A)। বিশেষ করে 'দিল্লিতে দোস্তি, রাজ্যে কুস্তি' মোদি মন্তব্যের পর, এরাজ্যে প্রশ্নের মুখে বিরোধীদের অবস্থান। তবে বঙ্গে অন্যান্য দলের সঙ্গে 'কুস্তি' হোক, আর না হোক, গত ৪৮ ঘণ্টায় অনেক বেশি প্রকট শাসকদলের আদি-নব্য ইস্যুতে বিতর্কের ঝড়। তবে যতোই এই বিষয়টি লাইমলাইট টানুক না কেন, স্বাভাবিকভাবেই সমান্তরালে, সবার নজর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রও। কালীঘাটে অভিষেকের সঙ্গে বৈঠক শেষে এদিন বড়সড় দাবি তুলেছেন সওকত মোল্লা।


গতবছরের একেবারে শেষে, আগামী ভোটযুদ্ধে নিজেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রের এই দাবি ঘিরে রাজ্য-রাজনীতিতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। আর এমনই এক পরিস্থিতিতে ব্রাত্য, পার্থ ভৌমিকদের পরে এবার সওকতদের নিয়ে বৈঠক অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাটে সওকত মোল্লা, জাহাঙ্গির খান-সহ ৪-৫ নেতার সঙ্গে বৈঠক। কালীঘাটে অভিষেকের সঙ্গে বৈঠক শেষে বড়সড় দাবি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার। বললেন, 'শীঘ্রই স্বমহিমায় ফিরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।দঃ ২৪ পরগনার সব লোকসভা কেন্দ্রেই জয়ের বার্তা দিয়েছেন অভিষেক।'


প্রসঙ্গত, তৃণমূলের নবীন-প্রবীণ ইস্যুতে ফের বিতর্কের ঝড়। গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনেও এই ইস্যুতে মুখ খুলেছেন একাধিক জন। তবে গত কয়েক মাস ধরেই এই ইস্যুতে কম জল গড়ায়নি। মদন মিত্র, সৌগত রায়, সব্যসাচী দত্ত, কুণাল ঘোষ-সহ তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব, প্রত্যেকেই নিজের দাবিতে অটুট রয়েছেন। গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে।' তারপরেই পাল্টা কুণাল ঘোষ বলেন, '..অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন, সামনে থাকলে ভাব সম্প্রসারণ শুনিয়ে দিতাম।' তবে এখানেই শেষ নয়, আজ এবার এই ইস্যুতে আরও একধাপ এগিয়ে প্রতিক্রিয়া দিলেন তাপস রায়। বললেন, 'সুদীপের এটা বিলম্বিত বোধোদয়।' কিন্তু কেন ? আসা যাক উৎসস্থলে।


আরও পড়ুন, নিয়োগ দুর্নীতির তদন্তে সক্রিয় ED, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে এবার কারা ?


'নন্দীগ্রামে যা হয়েছিল, বিষয়টি এখনও বিচারাধীন। কিন্তু যা হয়েছিল, তা আমাদের ব্যথা দেয়। অভিষেক নেতৃত্বে ছিল, আছে, থাকবে। মমতার জন্যেই আমরা তৃণমূল করতে এসেছি। মমতার মুখই বাংলার মানুষের কাছে একটা প্রতীক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অপরিহার্য। আমরা সবাই মমতার আশীর্বাদে ভোটে জিতেছি। আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই, নবীনদের জায়গা দিতে হবে। দলের জন্য কতটা পরিশ্রম করছে, সেটা সবার ক্ষেত্রেই দেখতে হবে। সুব্রত বক্সী সাধারণত কিছু বলেন না, অভিষেক-মন্তব্যে প্রতিক্রিয়া তাপস রায়ের। পাশাপাশি 'সুদীপের এটা বিলম্বিত বোধোদয়, মাঝে তো কিছুদিন দলেই ছিলেন না। 'মমতা না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান, একথা বলেন কী করে?' সুদীপকে আক্রমণে তাপস রায়।