কলকাতা: বিচারব্যবস্থা নিয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishe Banerjee) মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High court) বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর (Sabyasachi Bhattacharya) দৃষ্টি আকর্ষণ করলেন ২ আইনজীবী। স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আর্জি জানান তাঁরা। মামলা দাখিল করার পরামর্শ দিয়েছে হাইকোর্ট (Calcutta High court) । আজ দুপুর ২টো নাগাদ মামলার শুনানি হওয়ার কথা। শনিবার হলদিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, বিচারব্যবস্থায় এমন একজন-দু’জন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে কাজ করছেন। 


'বিচারব্যবস্থার একজন-দু’জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে কাজ করছেন'। হলদিয়ার (Haldia) সভা থেকে সম্প্রতি এভাবেই বিচারব্যবস্থার একাংশকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরপরেই শুরু হয় সমালোচনা। আদালতের অবমাননা, বলেন আইনজীবীদের একাংশ। যদিও নিজের মন্তব্যেই অনড় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।


নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে খুন, পুড়িয়ে হত্যা, ধর্ষণের অভিযোগের মতো একাধিক মামলার তদন্তভার  গত কয়েক মাসে CBI’র হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট! এই প্রেক্ষাপটে শনিবার বিচারব্যবস্থা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তেলেন CBI-কে তদন্তভার দেওয়ার প্রসঙ্গও !


এ দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলেন, আমার বলতেও আজ লজ্জা লাগে, যে বিচারব্যবস্থার একজন-দুজন এমন আছে যাঁরা সম্পূর্ণ যোগসাজশে কাজ করছে, তাঁদের তল্পিবাহক হিসেবে ১ শতাংশ, এবং কিছু হলেই যারা  সিবিআই দিয়ে দিচ্ছে। মার্ডার কেসে তদন্তে স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে। আপনি শুনেছেন কোনওদিন? আপনি মার্ডার কেস স্টে করতে পারেন না।


এদিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC’র সভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মঞ্চ থেকে বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।


যদিও বিচার ব্যবস্থা নিয়ে করা ইঙ্গিতপূর্ণ মন্তব্যে এখনও অনড় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন ব্যবস্থা নেবেন, আমি ক্যামেরার সামনে এমন সত্যি কথা ২ হাজার বার বলব, ১০ হাজার বার বলব। আমার কোনও বিবেকে বাধে না সত্যি কথা বলতে। আর এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে শুরু হয় তরজা।


আরও পড়ুন: SSC Scam: এসএসসি দফতরে ম্যারাথন তল্লাশি, প্রচুর নথি-ফাইল বাজেয়াপ্ত করল সিবিআই