মুম্বই: পঞ্জাবে গুলি করে খুন করা হল গায়ক ও কংগ্রেস (Congress) নেতা সিধু মুসেওয়ালাকে (Sidhu Moose Wala)। রবিবারের আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। শোকস্তব্ধ একাধিক বলি তারকা। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অজয় দেবগণ, শেহনাজ গিল থেকে বিশাল দাদলানি, কপিল শর্মা প্রমুখ।
বলিউডের শোকপ্রকাশ
সিধুর মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট করেন বলিউড তারকা অজয় দেবগণ। লেখেন, 'সিধু মুসেওয়ালার মৃত্যুতে স্তব্ধ। ঈশ্বর ওঁর পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন। আত্মার শান্তি কামনা করি। এখনও খবরটা নিজেকে বোঝানোর চেষ্টা করছি।'
কমেডিয়ান কপিল শর্মাও পঞ্জাবের ছেলে। তিনি লেখেন, 'সৎনাম শ্রী ওয়াহেগুরু। খুব সাংঘাতিক এবং দুঃখের খবর, একজন দুর্দান্ত শিল্পী, অসাধারণ মানুষ, ওঁর পরিবারকে ঈশ্বর শক্তি দিন।'
বলি গায়ক বিশাল দাদলানি লেখেন, 'আমি সিধু মুসেওয়ালাকে শুধু তাঁর গানের মাধ্যমে চিনতাম, কিন্তু তবু তাঁর মৃত্যুর খবর ভিতর পর্যন্ত চিরে দিচ্ছে। ভারতে সত্যিকারের মডার্ন আর্টিস্টের সংখ্যা খুব কম। সেই তালিকার একদম ওপরে ছিলেন তিনি। আমি ভাষা হারিয়েছি। উনি কিংবদন্তি, ওঁর কণ্ঠ, ওঁর সাহস ও ওঁর কথা কখনও কেউ ভুলতে পারবে না। কী দুঃখের দিন।'
এছাড়াও শোকপ্রকাশ করেছেন জিমি শেরগিল, অসীম রিয়াজ, সোফি চৌধরি, শেহনাজ গিল, ভূমি পেডনেকর, মিকা সিং প্রমুখ।
পঞ্জাবে গুলি করে খুন গায়ক তথা কংগ্রেস নেতাকে
রবিবার পঞ্জাবের (Punjab) মানসা জেলার জাওয়ারকে গ্রামে এই ঘটনা ঘটেছে। গাড়িতে চালকের আসনে ছিলেন সিধু। সরাসরি তাঁকে নিশানা করেই গুলি চালানো হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কানাডা থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে সম্প্রতি একাধিক বার অভিযোগ করেন সিধু। তার জন্য চার বন্দুকধারী মোতায়েন করে নিরাপত্তাও দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শনিবারই ৪২৪ জনের তালিকা প্রকাশ করে তা আংশিক প্রত্যাহার করে নেওয়া হয়। চার জনের বদলে দু’জনকেই রাখার কথা জানায় সরকার। তার পরই খুন হলেন সিধু।
আরও পড়ুন: Sidhu Moose Wala Death: তিন দিক থেকে গাড়ি নিয়ে ঘেরাও, কানাডায় বসে সিধু হত্যার ছক গ্যাংস্টার গোল্ডির