আবির দত্ত, কলকাতা : এবিপি আনন্দের খবরের জের (ABP Impact News)। ছাত্রকে র‍্যাগিং, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন (Fact Finding Committe Formed) সাউথ ক্যালকাটা ল’ কলেজের (Calcutta Law College)। রিপোর্ট জমা না হওয়া পর্যন্ত অভিযুক্তদের কলেজে আসায় নিষেধাজ্ঞা। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ কর্তৃপক্ষের। একইসঙ্গে পড়ুয়াদের জন্য ১০ দফা নির্দেশিকা (Advisory) জারি।


ছাত্রকে কলেজের মধ্যে র‍্যাগিংয়ের অভিযোগ


আইন কলেজের ক্যাম্পাসে র‍্যাগিং-এর শিকার আইনের পড়ুয়া। TMCP না করায়, দুদিন আগে, কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে এক ছাত্রকে মারধরের অভিযোগ ওঠে। কর্তৃপক্ষকে জানাতে গেলে পড়ুয়ার মা-বাবাকেও মারধর করা হয় বলে দাবি। বৃহস্পতিবার এই খবর প্রচারিত হয় এবিপি আনন্দের পর্দায়। এই ঘটনার পরই, বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। যেমন, ছাত্রকে মারধর, হেনস্তার ঘটনায় যতক্ষণ না, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্ট দিচ্ছে, ততক্ষণ অভিযুক্ত ১০ ছাত্র-ছাত্রীকে কলেজে ঢুকতে দেওয়া হবে না।


একাধিক নির্দেশকা জারি


এছাড়াও পড়ুয়াদের জন্য জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। যেমন,


১) ছাত্র নির্বাচন না হওয়া পর্যন্ত, কলেজে ছাত্র সংসদের কোনও কার্যকলাপ চলবে না।  


২) দুর্ব্যবহার বা অন্যান্য অপরাধমূলক কাজের প্রমাণ মিললে, পড়ুয়াকে সাসপেন্ড করা হতে পারে।


৩) কলেজের স্টাফদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা যাবে না।


৪) বিনা কারণে কলেজের গেটে জমায়েত করা যাবে না।


৫) বহিরাগতদের কলেজে ঢোকার অনুমতি নেই। প্রাক্তনীদেরও অনুমতি নিয়ে ঢুকতে হবে।কোনও প্রয়োজনে কাউকে ঢুকতে হলে, সেক্ষেত্রে, নাম, পরিচয়, ফোন নম্বর, কী প্রয়োজন, তা বিশদে জানাতে হবে।


৬) সরস্বতী পুজো ও ইফতার ছাড়া কলেজের ভিতর কোনও অনুষ্ঠান করা যাবে না। অধ্যাপক ও অশিক্ষক কর্মীরা সেই আয়োজনের দায়িত্বে থাকবেন। 


সম্প্রতি ওই কলেজের এক পড়ুয়া অভিযোগ করেন, TMCP করতে না চাওয়ায়, তাঁকে মারধর করা হয়। কলেজ পরিচালন সমিতির সভাপতি ও বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের সামনেই ছাত্রের মা-বাবা, দাদার গায়ে হাত তোলে TMCP-র সদস্যরা। ছাত্রের অভিযোগের প্রেক্ষিতে, ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছে সাউথ ক্যালকাটা ল’ কলেজ।


আরও পড়ুন- ‘যে ওসি বদমাইশি করছে, তাঁকে টাইট দিয়ে দেব’, শুভেন্দুর পর এবার পুলিশকে হুঁশিয়ারি সুকান্তর