সুনীত হালদার, হাওড়া: ফের সড়ক দুর্ঘটনায় (road accident) তিন যুবকের প্রাণ গেল নাগাদ উলুবেড়িয়ায় (uluberia)। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা ১৬ নং জাতীয় সড়কের (NH) উপর দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। উলুবেড়িয়া হাসপাতালে (uluberia hospital) নিয়ে আসার পর আর এক জন মারা যান।
কী ঘটেছিল?
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সন্ধ্যায় উলুবেড়িয়ার দিক থেকে একটি বাইকে করে তিনজন যুবক পাঁচলার দিকে যাচ্ছিল। সেই সময় একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার জোড়াকলতলায়। পুলিশের দাবি, বাইক আরোহীদের কারও মাথায় কোনও হেলমেট ছিল না। সূত্রের খবর, নিহতদের নাম শেখ মমতাজুল, শেখ বাবর আলী এবং সেখ শরিফুল। তিন জনেরই বয়স তিরিশের মধ্যে। উলুবেড়িয়ার নিমদিঘির বাসিন্দা ওই তিন যুবকের মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া। যদিও রেকর্ড বলছে, উলুবেড়িয়ায় সড়ক দুর্ঘটনা একেবারেই অপরিচিত নয়। কিন্তু তা হলে সেটি নিয়ে কেন সচেতন হচ্ছে না প্রশাসন? আরোহীদেরই বা কেন টনক নড়ছে না?
বার বার দুর্ঘটনা...
গত অক্টোবরে উলুবেড়িয়ার জগৎপুরে বেপরোয়া অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হয়েছিল মা-মেয়ের। সকাল পৌনে ৭টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। সে বার মৃতদেহ আটকে রেখে, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। জ্বালিয়ে দেওয়া হয় অ্যাম্বুল্যান্সটি। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। স্থানীয়দের অভিযোগ ছিল, এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। তাই দ্রুত আন্ডারপাস করে দিতে হবে। এর কয়েক মাস আগে, গত জুলাইয়ে, উলুবেড়িয়াতেই বেপরোয়া বাইক চালাতে গিয়ে প্রাণ যায় দুজনের।উলুবেড়িয়ার রঘুদেবপুর অঞ্চলের বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কে অটোর পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। দুই বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উলবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় কারও মাথায় হেলমেট ছিল না। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেপরোয়া বাইক চালানোর ফলেই এই দুর্ঘটনা। রাজ্যে গত কয়েক বছর ধরে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে। মাইকিং, অনুষ্ঠান, পোস্টার, ব্যানার করে সকল সচেতন করছে পুলিশ প্রশাসন। তারপরেও বেপরোয়া ড্রাইভের নেশা ছাড়তে পারেননি অনেকেই। অনেকে আবার বাইকে বসেও হেলমেট পড়ছেন না।
বার বার মর্মান্তিক পরিণতি এড়াতে কবে নড়েচড়ে বসবে প্রশাসন? কবেই বা সতর্ক হবেন যাত্রী ও চালকরা?
আরও পড়ুন:বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ- সহ একাধিক দাবিতে এসএফআইয়ের বিক্ষোভ ঘিরে উত্তেজনা