সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : একের পর এক দুর্ঘটনা রেলে। দেশ জুড়ে একের পর এক রেল সংক্রান্ত দুর্ঘটনা ঘটেই চলেছে। শুক্রবার হাওড়ার শেওড়াফুলি স্টেশনে ভিড় ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান এক যাত্রী ! গুরুতর আহত হন তিনি।  তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে।



সূত্রের খবর, সকাল সাড়ে নটা নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল শেওড়াফুলির পাঁচ নম্বর প্লাটফর্মে ঢোকে। অপেক্ষায় ছিলেন বহু যাত্রী। আর ট্রেনেও ছিল প্রচন্ড ভিড় ছিল। দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেল লাইনেই পড়ে যান এর যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ কর্মীরা । যাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। তার সূত্র ধরে নাম পরিচয় বাড়ির ঠিকানা জানার চেষ্টা করছে জিআরপি। 


স্থানীয় সূত্রে খবর, শেওড়াফুলি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে  দাঁড়িয়ে ছিল ডাউন সিঙ্গুর-হাওড়া আন্দোলন লোকাল । সেই  ট্রেন থেকে নেমে লাইন পেরিয়ে ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকালে ওঠার চেষ্টা করেন তিনি।  সেই সময়েই ঘটে দুর্ঘটনা। লাইনে পড়ে যাওয়ার পর তাঁর পায়ের পাতার ওপর দিয়ে ট্রেন চলে যায়। তাঁর পায়ের নিম্নাংশ কাটা পড়তে পারে বলে খবর।  


কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই একর পর দুর্ঘটনার খবর আসছে। তেলঙ্গানায় ঘটে দুর্ঘটনা।  ট্রেনের ভিতরে বসে বসেই দুর্ঘটনায় মৃত্যু হয় ১ যাত্রীর। মিড বার্থ ভেঙে নিচের বার্থে বসে থাকা যাত্রী মারাত্মক জখম হয়ে মারা যান। এর ফলে প্রশ্ন ওঠে রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে। রামাগুন্দাম স্টেশনের নিকটবর্তী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।


হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় RPF-এর সামনেই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে। হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় RPF-এর সামনেই সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ ওঠে কয়েকদিন আগেই । বিহারে সংরক্ষিত আসনে বসতে না দেওয়ায় মারধর, মাথা ফাটিয়ে দেওয়া হয় রাজ্যের যাত্রীদের। এমনকী প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এর ফলে ফের প্রশ্নের মুখে পড়ে যাত্রী-নিরাপত্তা। 


কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পর, রেলের যাত্রী সুরক্ষা নিয়ে ফের উঠেছে বড়সড় প্রশ্ন। আর এবার প্রশ্ন উঠল রক্ষণাবেক্ষণে ত্রুটি নিয়ে। রেল কি দায় নেবে? 


আরও পড়ুন :


বঙ্গ জুড়ে দুর্যোগ, কলকাতায় আসছে ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলায় বিশেষ সতর্কতা?