সুজিত মণ্ডল, অরিত্রিক ভট্টাচার্য,কলকাতা: নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে গাড়ি (Car)। ট্রেনের ধাক্কায় চুরমার (Accident)। ঘটনাটি ঘটেছে চাকদার শিমুরালিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা সোয়া বারোটা নাগাদ রেললাইনের ধারে সঙ্কীর্ণ রাস্তায় গাড়ি ঘোরানোর চেষ্টা করছিলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই সেটি রেললাইনের ওপর উঠে যায়। ঠিক সেই সময় লাইনে চলে আসে ডাউন শান্তিপুর লোকাল। ট্রেনের গতি কম থাকায়, মারুতি গাড়ি লাইনের উপর দিয়ে বেশ কিছুটা যাওয়ার পর থেমে যায়। দাঁড়িয়ে পড়ে ট্রেন (Train)। এরপর স্থানীয় মানুষের তৎপরতায় মারুতি ভ্যান টিকে সরিয়ে দেওয়া হয় অন্যত্র। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।


নদিয়ার শিমুরালির কাছে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা।গাড়ির সামনের অংশের পুরোটাই দুমড়ে মুচড়ে গিয়েছে। ভেঙে পড়েছে গাড়ির সামনের সব কাচ। আস্ত নেই সামনের দুটো দরজা। দোমড়ানো মোচড়ানো গাড়ির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ট্রেন। দুর্ঘটনার সময় এই গাড়িতে তখন কেউ ছিল না। সেটাই স্বস্তির। নদিয়ার শিমুরালি ও পাল পাড়ার মাঝে মনসাপোতা এলাকায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা।  


রেল সূত্রে খবর, শিয়ালদা রানাঘাট শাখার ডাউন শান্তিপুর লোকালের চালক দেখেন মনসাপোতা এলাকায় একটি গাড়ি রেললাইনের উপর দাঁড়িয়ে আছে। যতটা সম্ভব গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, গাড়িটিকে ধাক্কা মেরে বেশ কিছুটা টেনে নিয়ে যায় ট্রেনটি। গাড়িতে কেউ না থাকায়, এড়ানো যায় বড় দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ঘোরানোর সময় কোনওভাবে গাড়িটি রেললাইনের উপর উঠে যায়। নামাতে না পেরে গাড়ি রেখে পালিয়ে যান চালক ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্য়ে। দেড় ঘণ্টা পর ওই লাইনে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। 


আরও পড়ুন, রাতের শহরে 'Hit and Run', খুনের অভিযোগে গ্রেফতার ৭


একুশ সালেও এমন একটি ঘটনা ঘটে। রেললাইনে বিকল হয়ে আটকে পড়েছিল গাড়ি। ট্রেন চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনায় হাত থেকে রক্ষা। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ পূর্ব মেদিনীপুরের তমলুক স্টেশনের কাছে কাপাবেড়িয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, লাইন পার হওয়ার সময় বিকল হয়ে যায় একটি গাড়ি। সেই সময়ই ওই লাইন দিয়ে আসছিল হলদিয়া থেকে পাঁশকুড়াগামী প্যাসেঞ্জার ট্রেন। তা দেখে দ্রুত গাড়ি থেকে নেমে যান দুই যাত্রী ও চালক। গাড়িটিকে প্রায় ৫০০ মিটার টেনে গিয়ে আচমকা দাঁড়িয়ে যায় ট্রেন। পরে ওই এলাকায় লেভেল ক্রসিংয়ের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।