ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ফের রাতের কলকাতায় হিট অ্যান্ড রান! উত্তর বন্দর থানা এলাকায় গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল। গ্রেফতার করা হল ৩ তরুণী সহ ৭ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছ ঘাতক গাড়িটিকেও। পলাতক আরও ২ জন।


মৃত্যুর পর খুনের মামলা:
গত ২৬ ফেব্রুয়ারি স্ট্রান্ড ব্যাঙ্ক রোডে এক যুবককে একটি গাড়ি ধাক্কা মেরে প্রায় ২০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় বলে অভিযোগ। এরপরই গাড়িটি পালিয়ে যায়। গতকাল আরজিকর হাসপাতালে যুবকের মৃত্যু হয়। এরপরই থানায় খুনের অভিযোগ দায়ের হয়। 


অশান্তির পর পালাতে গিয়ে উত্তর বন্দর থানা এলাকায় গাড়ি চাপা দিয়ে এক যুবককে খুনের অভিযোগ। গ্রেফতার করা হয়েছে ৩ তরুণী সহ ৭ জনকে। পলাতক আরও ২ জন। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক গাড়িটি। রাতের কলকাতায় ফের হিট অ্যান্ড রান। গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হল ৩ তরুণী সহ ৭ জনকে। 


আগে কোন ঘটনা:
ঘটনার সূত্রপাত, ২৬ ফেব্রুয়ারি রাতে।উত্তর বন্দর এলাকার স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে গঙ্গার ধারে রাস্তার ওপর গাড়ি রেখে ৩ তরুণী সহ ৯ জন গল্প করছিলেন। সেখানেই এক স্থানীয় যুবক ও তাঁর বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তাঁরা। দু'পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরপর স্থানীয় যুবক এলাকার লোকজনকে ডাকাডাকি শুরু করলে ৯ জন গাড়িতে উঠে পড়েন। অভিযোগ, সেই সময় তাদের আটকানোর চেষ্টা করলে ওই যুবককে ধাক্কা মেরে ২০-২৫ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। আহত হন যুবকের বন্ধুও।


এরপরই সুতানুটি আউটপোস্টের পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে আরজিকর হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। উত্তর বন্দর থানায় রুজু হয়েছে খুনের মামলা। পুলিশ তদন্তে নেমে ৩ তরুণী সহ ৭ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, এখনও ২ অভিযুক্ত পলাতক, তাঁদের খোঁজ চলছে। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।


এর আগে দিল্লিতেও হিট অ্যান্ড রান:
সম্প্রতি দিল্লির কানঝাওয়ালায় এক তরুণীর স্কুটিতে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। গাড়ির চাকায় আটকে যান তরুণী। কিন্তু, সেই অবস্থায় তরুণীকে ঘষটাতে ঘষটাতে কয়েক কিলোমিটার অবধি টেনে নিয়ে যায় গাড়ির আরোহীরা। পরে তরুণীকে রাস্তায় ফেলে তারা চম্পট দেয়। পরে মৃত্যু হয় তরুণীর।


আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে গাড়ি, কোন লাইনে ট্রেন চলাচলে সমস্যা?