রণজিৎ সাউ, সল্টলেক: লক্ষ্মীপুজোর আগের দিন পথ দুর্ঘটনা (road accident) সল্টলেকের (salt lake) সেক্টর ফাইভে (sector V)। জখম (injury) তিন জন। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, একটি প্রাইভেট গাড়ি উইপ্রো থেকে নিউ টাউনের দিকে যাচ্ছিল। আর একটি গাড়ি গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে কলেজ মোড়ে ছুটে আসছিল। দুটির সংঘর্ষেই বিপত্তি।



কী ঘটেছিল?
সিগনাল তখন সবুজ। সেই কারণে উইপ্রোর দিক থেকে আসা নিউটাউন-গামি প্রাইভেট গাড়িটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। সেই সময়ই গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে আসা গাড়িটির ঠিক মাঝ বরাবর ধাক্কা মারে সেটি। গাড়ির মধ্যে এক জন বয়স্কা মহিলা ছিলেন। তাঁর মাথা ফেটে যায়। এ ছাড়া দুজন পথচলতি তথ্যপ্রযুক্তি কর্মীও আহত হন। প্রত্যেককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিকিৎসার জন্য ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে নবদিগন্ত ট্রাফিক গার্ডের পুলিশ এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে তারা। বস্তুত দশমীর রাত থেকে একের পর এক অঘটন ঘটে চলেছে রাজ্যজুড়ে যার মধ্যে অন্যতম মালবাজারে মাল নদীতে হড়পা বানে ৮ জনের মৃত্যুর ঘটনা।


অঘটন চলছেই...
দশমীর রাতে প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বান নামে। জলের তোড়ে ভেসে গিয়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছিল প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে ১০ বছরের এক বালিকা রয়েছে। ঘটনার দিন মাঝরাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। তারপর প্রবল বৃষ্টির জেরে উদ্ধারকাজ সাময়িক বন্ধ হয়। আজ সকালে নদীর বিভিন্ন অংশে চালানো হবে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ৭০টি প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়েছিল। তার মধ্যে ২৫ থেকে ৩০টি প্রতিমা বিসর্জনের পরই বিপর্যয় ঘটে। এই বিপর্যয় নিয়ে স্থানীয় সূত্রে একটা সম্ভাবনার কথাও বলা হচ্ছে। স্থানীয় সূত্রে দাবি, নদীখাতে আগেই বোল্ডার ফেলা হয়েছিল, যাতে, যেদিকে বিসর্জন হবে, সেদিকে বেশি জল থাকে। হড়পা বানের সময় তা হিতে বিপরীত হয়েছে।  যেখানে বিসর্জন হচ্ছিল, সেদিকেই প্রবল স্ত্রোত এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। এতেই শেষ নয়। তার পর দিন কোথাও খুন, কোথাও ট্রেনে কাটা পড়ে তিন কিশোরের মৃত্যুর মতো একের পর এক মর্মান্তিক ঘটনার খবর এসেই চলেছে। সব মিলিয়ে অঘটনের ঘনঘটা রাজ্যে। 


আরও পড়ুন:আজ দুর্গাপুজোর কার্নিভাল, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে ?