করুণাময় সিংহ, চাঁচল: জলে ডুবে মৃত্যু দুই শিশুর। খেলতে গিয়েই ঘটল বিপত্তি। পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হল দুই শিশুর। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার (Malda) চাঁচলের হারোহাজারা গ্রামে। ঘটনায় শোকের ছায়া ওই এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
জলে ডুবে মৃত্যু দুই শিশুর: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিশুর মধ্যে একজন পুত্র একজন কন্যা। এদিন দুপুরে তারা পুকুর পাড়ে খেলা করছিল। ঠিক সে সময় খেলতে খেলতে আচমকাই জলে পড়ে যায় এক শিশু। বন্ধু পড়ে গিয়েছে দেখে ছুটে আসে আরেক শিশু, পুকুরে পড়ে যায় সে। গ্রামবাসীরা তড়িঘড়ি করে জলে নেমে তাদের উদ্ধার করলে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দুই শিশুকে মৃত বলে ঘোষণা করে।
রণক্ষেত্র মগরা: এদিকে নাবালকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় মগরা (Magra)। কিশোরের সঙ্গে সম্পর্ক ছিল, এই অভিযোগে এক নাবালিকার বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। নাবালিকার পরিবারকে বাঁচাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় স্থানীয় বাসিন্দাদের। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। লাঠিচার্জ করে মারমুখি স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দেয় পুলিশ। সোমবার সকালে হুগলির মগরা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ১৭ বছরের কিশোরের দেহ সনাক্ত হওয়ার পর।
পরিবার সূত্রে দাবি, গত ১৪ নভেম্বর থেকে ওই কিশোরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার ওইদিনই মগরা থানায় নিখোঁজ ডায়েরি করে। ১৪ নভেম্বর রাতে মগরা স্টেশনের কাছে ব্যান্ডেল জিআরপি কিশোরের দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়। রবিবার মগরা থানার পুলিশ কিশোরের দেহ মর্গে আছে জানতে পেরে বাড়ির লোককে খবর দেয়। সোমবার ভোরে হাসপাতালের মর্গে দেহ সনাক্ত করার পরই উত্তেজনা ছড়ায়। কিশোরের পরিবারের দাবি, স্থানীয় এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিশোরের। কিন্তু কিশোরীর বাবার এই সম্পর্কে আপত্তি ছিল। মৃতের পরিবারের অভিযোগ, সেই কারণেই কিশোরকে খুন করে দেহ রেল লাইনে ফেলে দেওয়া হয়।
আরও পড়ুন: Bankura News: রাজ্যের সরকারি হাসপাতালে চক্ষু পরীক্ষা কেন্দ্রীয় মন্ত্রীর, কটাক্ষ তৃণমূলের