আবির দত্ত ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা: কম্পিউটারের সফটওয়ার সংক্রান্ত পরিষেবা দেওয়ার টোপে ৯০ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ। পরিবারের দাবি, যার জেরে আত্মঘাতী হন ওই মার্কিন নাগরিক। সেই ঘটনায় মূল চক্রীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ। ভার্চুয়াল মাধ্যমে জবানবন্দি নেওয়া হয়েছে মৃতের স্ত্রীর।


৯০ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ: দেশে বসে বিদেশে প্রতারণার অভিযোগ। যার জেরে আত্মঘাতী মার্কিন নাগরিক।ঘটনায় পুণে থেকে গ্রেফতার প্রতারণা চক্রের মূল চক্রী। এই নিয়ে ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৪। নিজেদেরকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়ে ধৃতরা ফোন করেতেন বিদেশে। টোপ দেওয়া হত সফটওয়ার সংক্রান্ত পরিষেবা দেওয়ার। পুলিশ জানিয়েছে, গত বছর ৯০ বছরের এক মার্কিন নাগরিকের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তরা। অভিযোগ, প্রতারণা করা হয় প্রায় ৯০ লক্ষ টাকা।                                                          


পরিবারের দাবি, গত বছরের শেষের দিকে আত্মঘাতী হন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে এফবিআই একটি ইমেল আইডি উদ্ধার করে। গুগলের সাহায্য নিয়ে মার্কিন তদন্তকারী সংস্থা জানতে পারে ইমেলের আইপি অ্যাড্রেস কলকাতার। এফবিআই, ইন্টারপোল হয়ে মামলা আসে কলকাতা পুলিশের হাতে। তপসিয়া থেকে গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে। তাঁকে জেরা করে রাজস্থান থেকে ধরা হয় আরও ২জনকে। ধৃতদের জেরা করে গত ১০ তারিখ পুণে থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সৈয়দ তারিক কালামকে।                                                        

পুলিশ জানিয়েছে, পুণে থেকে ধৃত মূল চক্রীর কাছ থেকে বেশ কিছু সিমকার্ড উদ্ধার হয়েছে। এগুলি কাজে লাগিয়েই আমেরিকার নাগরিককে প্রতারণা করা হয় বলে অভিযোগ। ভার্চুয়াল মাধ্যমে আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে এক মৃতের স্ত্রীর। ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় ধৃতকে। ২০ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।  প্রতারণা চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখা হচ্ছে।                                                              


আরও পড়ুন: Malda News: পণ্য রফতানিতে তোলাবাজির অভিযোগ, প্রতিবাদে বাণিজ্য় বন্ধের ডাক ব্যবসায়ীদের