অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজে (Midnapore Medical College) স্ট্রেচার অমিল। রোগীর পরিজনদের অভিযোগ, হাসপাতালের মধ্যে সক্রিয় দালালচক্র। টাকা দিলেই স্ট্রেচার নিয়ে হাজির হয়ে যাচ্ছে তাঁরা। দালালচক্রের বিষয়টি জানা নেই বলে দাবি হাসপাতালের (Hospital) ওয়ার্ড মাস্টারের। ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।


হাসপাতালের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রোগীদের নিয়ে যাওয়ার জন্য অমিল স্ট্রেচার! তাই কখনও কোলে করে,  কখনও চ্যাংদোলা করে নিয়ে যেতে হচ্ছে রোগীদের। এই ছবি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের। যেখানে অভিযোগ উঠেছে দালাল-চক্রের। রোগীর পরিজনদের দাবি, ৫০ বা ১০০ টাকা খরচ করলে, তবেই রোগীকে তুলতে স্ট্রেচার সমেত হাজির হয়ে যাচ্ছে দালালরা।


ওই হাসপাতালের এক রোগীর আত্মীয় নিরাপদ মাহাতো জানিয়েছেন, ''আমার রোগীকে হাসপাতালের ওয়ার্ডে নিয়ে যেতে স্ট্রেচার নিতে হয়েছে। দালাল চক্রকে টাকা দিতে হয়েছে। ৫০ টাকা দিতে হয়েছে।''


কিন্তু সরকারি হাসপাতালের মধ্যে কীভাবে কাজ করছে এমন দালালচক্র? বিষয়টি জানা নেই বলে দায় এড়িয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার। সেই মেডিক্যাল কলেজের ওয়ার্ড মাস্টার সঞ্জীব গোস্বামী জানিয়েছেন, ''দালালচক্রের বিষয়ে কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। বেশ কিছু স্ট্রেচার ভেঙে গেছে। তবে কাজ চালানোর মত স্ট্রেচার রয়েছে। বিভিন্ন রোগীরা ওয়ার্ডে ও অন্যান্য জায়গায় স্ট্রেচার নিয়ে গেলে এমার্জেন্সিতে আর ফেরত পাঠাচ্ছে না। যে কারণে এমার্জেন্সির কাছে স্ট্রেচার পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে।''


এবিষয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এদিকে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি অরূপ দাস বলছেন, ''রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে দুর্নীতি ছেয়ে গেছে। হাসপাতালে দালাল চক্রের রমরমা। আমি বিশ্বাস করিনা এই বিষয়গুলি ওয়ার্ড মাস্টারের গোচরে নেই। এখান থেকেও একটা বড় কমিশন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যায়।''


বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। সেখানকার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজায় হাজরা জানিয়েছেন, ''বিজেপি কি বলল কিছু যায় আসে না। বর্তমান সরকারের আমলে হাসপাতালগুলোর অনেক উন্নয়ন হয়েছে। তবে রুগীর আত্মীয়রা স্ট্রেচার ব্যবহার ঠিক মত না জানার জন্য স্ট্রেচারগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটাবো।''


দ্রুত হাসপাতালের দালালচক্র বন্ধে পদক্ষেপ করুক প্রশাসন, শেষ হোক ভোগান্তির দিন, প্রশাসনের কাছে এমনটাই আবেদন রোগীর পরিজনদের।


আরও পড়ুন: বর্ধমানে রুপোর রথে চেপে আসতেন রানী ? সাড়ে ৩০০ বছরের পুরোনো রাজা রানীর রথের ফের গড়াল চাকা