করুণাময় সিংহ, মালদা: অভিযুক্তর নামে নাম। আর তাতেই ভুল হয়ে যায় পুলিশের। অভিযুক্তর পরিবর্তে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করে নিলে আসে পুলিশ। শুধু তাই নয়, ঠাঁই হয় জেলে। অবশেষে দীর্ঘ তদন্তের পর ভুল বুঝতে পারে পুলিশ। আর আদালতের পক্ষ থেকে রেহাই দেওয়া হয় নির্দোষকে। সিনেমার মতো ঘটনা ঘটেছে মালদায় (Malda)।
নাম বিভ্রাটে গ্রেফতার নির্দোষ ব্যক্তি-
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালে একটি সংঘর্ষের মামলায় গোপাল মাহাতো (Hopal Mahato) নামে এক ব্যক্তির নামে ওয়ারেন্ট জারি করে মালদা জেলা আদালত। কিন্তু মালদা থানার পুলিশ (Malda Police) ভুলবশত অভিযুক্ত গোপাল মাহাতোর পরিবর্তে অন্য এক গোপাল মাহাতোকে গ্রেফতার করে নিয়ে আসে। তাঁকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। এরপর সংশোধনাগারেও পাঠানোর নির্দেশ দেয় মালদা জেলা আদালত। ভুল গোপাল মাহাতোকে পুলিশ গ্রেফতার করেছেন, এই দাবি তুলে সোচ্চার হন গোপাল মাহাতোর পরিবারের লোকেরা। তাঁদের দাবি ছিল, ওই ঘটনায় যে গোপাল মাহাতো অভিযুক্ত ছিল, সে গ্রেফতার হওয়া গোপাল মাহাতো নন। অভিযুক্তের পরিবর্তে নির্দোষকে গ্রেফতার করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে মালদা জেলা আদালত ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদনও জানান হয়।
আরও পড়ুন - Malda News: নাম-বিভ্রাট! আসল অপরাধীর বদলে নির্দোষকে গ্রেফতারের অভিযোগ
ছাড়া পেলেন নির্দোষ গোপাল মাহাতো-
গ্রেফতার হওয়া গোপাল মাহাতোর পরিবারের পক্ষ থেকে মালদা জেলা আদালত ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানানোর পরই ফের তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে তারা বুঝতে পারে তাদেরই কোথাও একটা ভুল হয়েছে। এরপরই বৃহস্পতিবার মালদা থানার পুলিশ আদালতে জানায় যে নাম বিভ্রাটের কারণে তাদের ভুল হয়েছে। অভিযুক্ত গোপাল মাহাতোর পরিবর্তে তারা নির্দোষ গোপাল মাহাতোকে গ্রেফতার করে ফেলেছে। পুলিশের পক্ষ থেকে এই ঘটনার কথা জানার পরই মালদা জেলা আদালত নির্দোষ গোপাল মাহাতোকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে মালদা জেলা সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয় গোপাল মাহাতোকে। সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে খুশি গোপাল জানাচ্ছেন, তিনি স্বপ্নেও কখনও ভাবেননি যে তাঁকে জেলে থাকতে হবে।