ঝিলম করঞ্জাই, কলকাতা : ব্রেন স্ট্রোকে আক্রান্ত মিঠুন চক্রবর্তী। তাঁকে অ্যাপোলো হাসপাতালের নিউরোলজি বিভাগের ICU-তে ভর্তি করা হয়েছে। গঠন করা হচ্ছে মেডিক্যাল বোর্ড। হঠাৎ অসুস্থ হবার পর মিঠুন চক্রবর্তীকে ( Mithun Chakraborty Unwell ) ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। সকালে শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। মিঠুন চক্রবর্তীকে তখন হাসপাতালে নিয়ে যান তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। এমআরআই করা হয় মিঠুনের।
সূত্রের খবর, অসুস্থ বোধ করায় মিঠুন চক্রবর্তীকে সকাল ৯টা নাগাদ হাসপাতালে নিয়ে আসেন সোহম। জরুরি বিভাগের চিকিৎসকরা মিঠুন চক্রবর্তীকে পরীক্ষা করেন। এরপর তাঁকে রেডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়। উপসর্গ দেখে বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শে MRI করা হয় মিঠুন চক্রবর্তীর। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের প্রয়োজন নেই, ওষুধ দিয়ে অভিনেতাকে সুস্থ করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে প্রথমে খবর পাওয়া যায়, মিঠুনের শারীরিক যে সমস্যাগুলি দেখা দিয়েছে, তা প্রাথমিক ভাবে মিলে যাচ্ছে স্ট্রোকের উপসর্গের সঙ্গে। তবে স্ট্রোক হয়েছে কি না, তাঁকে কোন বিভাগে ভর্তি করা হবে, কোন চিকিৎসকরা তাঁকে দেখবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করা হয় এমআরআই রিপোর্টের জন্য। তারপরই দেখা যায় তাঁর স্ট্রোকই হয়েছে। তার চিকিৎসা যাতে সঠিক পথে এগোয়, তার জন্য গঠন করা হচ্ছে মেডিক্যাল বোর্ড। হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, "মিঠুন চক্রবর্তীকে আজ সকালে ভর্তি করা হয়েছে এবং তার স্বাস্থ্যের মূল্যায়ণ চলছে। আমরা পরে বিস্তারিত জানাতে পারব।"
মিঠুনের অসুস্থতার খবর পেয়ে অনুরাগীরা উদ্বেল হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়া ভরে যায় আরোগ্য কামনার পোস্টে। হাসপাতালে তাঁকে দেখতে আসেন দেবশ্রী রায় । মিঠুন চক্রবর্তী ভালো আছেন, চিন্তার কিছু নেইস বলেন দেবশ্রী। তিনি বলেন, আজকেই কেবিনের স্থানান্তরিত করা হবে।
২০১৮ সাল নাগাদ অসুস্থ ছিলেন মিঠুন। ভুগছিলেন পিঠের ব্যথায়। পিঠের ব্যথাতেই অসুস্থ হয়ে আমেরিকায় তাঁর চিকিৎসাও হয়।
২০২৪-এ বাংলা থেকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে।
আরও পড়ুন: হিংসায় তছনছ উত্তরাখণ্ডের হলদোয়ানি, জখম অন্তত ২৫০! মৃত্যু একাধিক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে