হিন্দোল দে, কলকাতা : রাতের শহরে ফের বেপরোয়া গতির তাণ্ডব। গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক বাইকআরোহী। গ্রেফতার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। পুলিশ সূত্রের খবর, অভিনেতা সোমবার রাতে বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আর তার জেরেই এই দুর্ঘটনা। অভিনেতার গাড়িটিও আটক করেছে পুলিশ।


আরও পড়ুন : মহানগরে আকাশ ভাঙা বৃষ্টি, মঙ্গলে কোন কোন জেলায় দুর্যোগের অশনিসঙ্কেত?


অভিযোগ, সোমবার রাতে মত্ত অবস্থায় ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। গাড়ি চালিয়ে বেহালা চৌরাস্তার দিক থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন অভিনেতা।  পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ১২টা নাগাদ রাজা রামমোহন রায় রোডে মদনমোহনতলার কাছে, নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইকআরোহীকে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। বাইক আরোহী একেবারে ছিটকে গিয়ে পড়েন। 


গুরুতর জখম বাইকআরোহীকে প্রথমে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। ওই বাড়ির গেটটিও গাড়ির ধাক্কায় ভেঙে গেছে। দুর্ঘটনার পরই অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ। 


জানা যাচ্ছে, আহত বাইক আরোহী সাঙ্ঘাতিক জখম হয়েছেন। তাঁর বয়স মাত্র ২৯। তিনি বেহালারই বিদ্যাসাগর কলোনীর বাসিন্দা। কাজ করেন একটি আইসক্রিম কারখানায়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ভেঙে টুকরো হয়ে গিয়েছে বাইক আরোহীর হাঁটু ও কোমর।  lচিকিৎসা চলছে। তাঁর অবস্থা যে সঙ্কটজনক, জানিয়েছেন চিকিৎসকরাই। 


২০১৭ সালের ২৯ এপ্রিল শেষ রাতে রাসবিহারী মোড়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনিও মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। যদিও প্রাথমিক ভাবে সে  অভিযোগ মানেননি বিক্রম। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন মডেল সনিকা সিংহ চৌহান। প্রায় আধঘণ্টা পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই সনিকার মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলের কাছাকাছি একাধিক হাসপাতাল থাকা সত্ত্বেও, বিক্রম চট্টোপাধ্যায় সনিকাকে নিয়ে বাইপাসের ধারে রুবি হাসপাতালেই গেলেন কেন? এমন একাধিক প্রশ্ন তোলেন সনিকার বন্ধুরা। সনিকার মৃত্যুর পর শোকের ছায়া নামে বিনোদন দুনিয়ায়। বিক্রমের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়। সে ছিল এক বিতর্কিত অধ্যায়। তারপর ফের সম্রাটের গাড়ি দুর্ঘটনা। মনে করিয়ে দিল সনিকার চলে যাওয়ার সময়টা। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।