নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্স থেকে শেষমেশ খালি হাতেই ফিরতে হয়েছে বিনেশ ফোগতকে। ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েও আসেনি পদক। বাড়তি ওজনের জন্য বাতিল হন তিনি। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসেও তাঁর পদকের দাবি বাতিল করা হয়। তবে পদক না এলেও বিরাট আর্থিক পুরস্কার পাচ্ছেন বিনেশ ফোগত (Vinesh Phogat)! সেই পুরস্কারের পরিমাণ ১৬ কোটি?


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে তারকা কুস্তিগীর নাকি মোট ১৬ কোটি টাকার আর্থিক পুরস্কার পাচ্ছেন। কোন কোন প্রতিষ্ঠান থেকে কী পরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছেন তিনি, সেকথাও জানানো হয় ওই ভাইরাল পোস্টে। তবে এই তথ্য সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দিয়েছেন বিনেশ ফোগতের স্বামী সোমবীর রাঠি (Somvir Rathee)। গোটা বিষয়টিকেই জনপ্রিয়তা লাভের এক নোংরা প্রচেষ্টা বলে দাবি করে কড়া ভাষায় এই বিরাট অঙ্কের পুরস্কারমূল্য পাওয়ার দাবি খণ্ডন করেন সোমবীর।


তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'নিম্নলিখিত সংস্থা, ব্যবসায়ী, কোম্পানি বা পার্টি দ্বারা বিনেশ ফোগত কোনওরকম আর্থিক অনুদান পাননি।আপনারা সকলেই আমাদের ভাল চান, তাই দয়া করে এইসব ভুলভাল তথ্য ছড়াবেন না। এইসব গুজব ছড়ালে আমাদের তো ক্ষতি হবেই, পাশাপাশি সামাজিক মূল্যবোধও আঘাতপ্রাপ্ত হয়। এগুলো সহজে জনপ্রিয়তা লাভের নোংরা প্রচেষ্টা মাত্র।'


 






সোমবীর বিনেশের আর্থিক পুরস্কার প্রাপ্তির এই দাবি নাকচ করে দেওয়ার পর ফের একবার সোশ্যাল মিডিয়া নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল। প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়ায় কতই না খবর দেখি, কিন্তু তার মধ্যে আদৌ কতটা কী সত্যি রয়েছে এবং কতটা গুজব, তা সহজে বোঝা যায় না। বিনেশের আর্থিক অনুদানের ভাইরাল এই পোস্টে কোম্পানির নামসহ বিরাট রাশির উল্লেখ থাকায় আপাতভাবে কোন সন্দেহ থাকার কথা নয়। কিন্তু এই পোস্ট যে সম্পূর্ণ ভুয়ো, তা জানা যাওয়ার পরেই ফের একবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরগুলির সত্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল।


তবে হ্যাঁ, বিনেশ বিরাট আর্থিক পুরস্কার না পেলেও, তিনি দেশে ফিরতে তাঁকে সাধারণ মানুষ ধুমধাম করে বরণ করে নিয়েছে। বিমানবন্দরে তাঁকে ঘিরে উৎসব চলে মিষ্টি খাইয়ে তাঁকে বরণ করার পাশাপাশি ফুল ও টাকার মালাও পরানো হয় তারকা কুস্তিগীরকে। তাঁর পাশে ছিলেন বজরং পুণিয়া, সাক্ষী মালিকরা। দিকে দিকে কিন্তু না না অনুষ্ঠানে সম্বর্ধনাও দেওয়া হচ্ছে বিনেশকে। তিনি পদক হাতছাড়া করলেও তাঁকে সাদরে বরণ করে নিয়েছে দেশবাসী।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত, মাত্র ৩৩ বছরেই অবসর ঘোষণা জার্মান অধিনায়কের