কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য সরকারের পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। একই পথে হেঁটেছেন নাট্যকার চন্দন সেন ও নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। 


বিশেষ চলচ্চিত্র পুরস্কার ফেরালেন সুদীপ্তা চক্রবর্তী। পুরস্কার প্রত্যাখ্যান করে তথ্য সংস্কৃতি দফতরকে। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'আপোস করিনি, আপস করব না। ভেবেছিলাম সরকারি পুরস্কার আমার যোগ্যতার জন্য দেওয়া হয়েছিল। পুরস্কার বাবদ দেওয়া ২৫ টাকাও ফিরিয়ে দেব। রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার কথা বলেছিলেন মাননীয় বিধায়ক। এত মিথ্যাচারের সামনে মাথা নত করব না। সম্মান নিশ্চয়ই এর পরও পাব। কিন্তু শিরদাঁড়া শক্ত রাখব। এই শিক্ষাই তো পেয়েছি মা-বাবার কাছ থেকে। সেখান থেকে সরব না।', তখনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, নাম না করে কাঞ্চনকে জবাব সুদীপ্তার। 



কী বলেছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক এবং অভিনেতা কাঞ্চন? আর জি কর কাণ্ডের প্রতিবাদীদের কটাক্ষ করতে গিয়ে রবিবার সরকারি পুরস্কার ফেরত দেওয়ার প্রসঙ্গ তুলেছিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। বলেছিলেন, 'আচ্ছা ধরুন যাঁরা বলছেন, এই আমাদের সহকর্মী এই চারিদিক থেকে, তাঁরা যাঁরা সরকারি পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তাঁরা ফেরত দেবেন? বলুন ফেরত দিয়ে দিচ্ছি।' আর এই আবহেই একে একে সরকারি পুরস্কার ফেরাতে শুরু করলেন শিল্পীরা।                                                       


আরও পড়ুন, আলিপুর কোর্ট থেকে বেরোতেই সন্দীপ ঘোষকে সপাটে চড়! চোর চোর স্লোগান


অন্যদিকে, আর জি কর কাণ্ডের জেরে প্রতিবাদে পুরস্কার ফেরত দিচ্ছেন আরও এক নাট্য পরিচালক। পুরস্কার ও পুরস্কার হিসেবে পাওয়া ৩০ হাজার টাকাও ফেরাচ্ছেন নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়।  'এই পুরস্কারের বিনিময়ে প্রশ্নহীন আনুগত্য চেয়েছিল সরকার, আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি, জানালেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। সেরা নির্দেশক হিসেবে চলতি বছর পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়।


আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সরব কার্টুনিস্টরাও। রাজ্য সরকার আয়োজিত চারুকলা মেলা বয়কটের পথে কার্টুনিস্টদের সংগঠন কার্টুনদল। নভেম্বর মাসে রাজ্য সরকারের উদ্যোগে 'চারুকলা মেলা' হওয়ার কথা। তার জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কিন্তু আবেদনপত্র জমা দিচ্ছে না 'কার্টুনদল'।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে