সৌমিত্র রায়, কলকাতা :  অ্যাডিনো ( Adenovirus ) -আতঙ্কের মধ্যেই রাজ্যে বাড়ছে শিশু মৃত্যু।  অ্যাডিনো ভাইরাসের ভয়ঙ্কর বাড়বাড়ন্ত এবং শিশু মৃত্যুর প্রতিবাদে শুক্রবার স্বাস্থ্যভবন অভিযান করে বিজেপি ( BJP Rally ) । দুপুরে সল্টলেকের করুণাময়ী মোড়ে বিজেপি কর্মী ( BJP ) সমর্থকদের জমায়েত হয়। কিন্তু আগে থেকেই তৈরি ছিল পুলিশ। বিজেপি কর্মীদের দাবি, তাঁদের এগোতে দেওয়া হয়নি। সেখানেই তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। হাজির ছিলেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরাও। তাঁদেরও তোলা হয় একটি বেসরকারি বাসে। সল্টলেক করুণাময়ী মোড়ে তাঁদের সঙ্গে পুলিশের বচসাও বেঁধে যায় বলে খবর। 

অ্যাডিনো ভাইরাস আতঙ্কের মাঝেই পরপর শিশুমৃত্যু। প্রতিবাদে বিজেপির স্বাস্থ্যভবন অভিযানে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী-সমর্থকদের। ধস্তাধস্তিতে রক্তাক্ত বেশ কয়েকজন বিক্ষোভকারী। মাথা ফাটল এক বিজেপি কর্মীর। হাত কাটল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপি কর্মী তনুজা চক্রবর্তী। পুলিশের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। বাড়ছে অ্যাডিনো আতঙ্ক:ফের প্রাণ গেল আরও এক শিশুর। বিসি রায় হাসপাতালে আরও ১ শিশুর মৃত্যু। এই নিয়ে রাত থেকে দুপুর পর্যন্ত বিসি রায় হাসপাতালে ৪ জন শিশুর মৃত্যু। বেসরকারি মতে, শিশুমৃত্য়ুর সংখ্য়া বেড়ে হল ১৩৬। অ্যাডিনো আতঙ্কে কার্যত কাঁটা শিশুর অভিভাবকরা। 

গতকাল রাত থেকে, আজ ভোর ৬টার মধ্যে বিসি রায় শিশু হাসপাতালে (BC Roy Hospital) ৩ শিশুর মৃত্য়ুর খবর আসে। ফের আরও একটি মৃত্যুর খবর এল। বৃহস্পতিবার রাত ১১টা ৪৫-এ বিসি রায় হাসপাতালে মৃত্য়ু হয় চুঁচুড়ার বাসিন্দা, ১১ মাসের শিশুপুত্রের। হাসপাতাল সূত্রে খবর, শিশুর জ্বর ও সর্দিকাশি ছিল। এরপর রাত আড়াইটে নাগাদ মৃত্য়ু হয় বনগাঁর বাসিন্দা, দেড় বছরের আরেক শিশুর। আজ ভোর রাতে মৃত্য়ু হয় উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের ২ বছরের শিশুর। হাসপাতাল সূত্রে খবর, দুই শিশুরই জ্বর ও শ্বাসকষ্টের সমস্য়া ছিল।

অ্যাডিনো-আতঙ্কের আবহে দিনকয়েক আগে নবান্নে প্রশাসনিক বৈঠকে হাসপাতালগুলিকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরও সরকারি হাসপাতালের অবস্থা এতটুকুও পাল্টায়নি বলে অভিযোগ উঠছে। প্রতিদিন সামনে আসছে শিশু মৃত্যুর খবর। তার সঙ্গেই অভিযোগ উঠছে পরিষেবা নিয়েও। 

আরও পড়ুন: স্কুলে গিয়ে প্রচ্ছন্ন শাসানি উদয়ন গুহ-র, ডিএ-র দাবিতে ধর্মঘট বানচালে তৃণমূলের তৎপরতা কোচবিহারে