অনির্বাণ বিশ্বাস, কমলকৃষ্ণ দে, রাজীব চৌধুরী, কলকাতা: শনিবার ছবি-সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চোখের অস্ত্রোপচার খবর সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর তা নিয়েই শুরু হয়ে গেছে রাজনীতি (Politics)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের অস্ত্রোপচার হয়েছে আমেরিকায় (America)। আপাতত চিকিত্‍সকদের তত্ত্বাবধানে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার ট্যুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের এই ছবি, সোশাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল ঘোষ। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 



ট্যুইটার ও ফেসবুকে ছবি পোস্ট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসায় অভ্যস্ত, এমনকি তাঁর চোখের চিকিৎসা নিয়েও নানা কথা রটান, তাঁরা ভাল করে ছবিটা দেখুন। ওঁর চোখের আজকের অবস্থা।



কুণাল ঘোষের পোস্ট করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের ছবি ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে কটাক্ষ করেছেন সৌমিত্র খাঁ। তবে পাল্টা দেন তৃণমূল নেত্রী ও মন্ত্রী শশী পাঁজা বলেন, "এই ধরনের বক্তব্য, উক্তি, তাদের সংস্কৃতির পরিচয় দেয়। দিদিকে দেখেছি কীভাবে আঘাত পেয়ে লড়াই করেছেন, অভিষেককে দেখছি, কীভাবে সড়াই করছেন।" 


এই নিয়ে আবার তৃণমূল ও বিজেপির বোঝাপড়ার অভিযোগ তুলে কটাক্ষ করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "ইডির কাছে যখন দিল্লিতে ৯ ঘণ্টা জেরা হয়েছিল তখন সবকিছু বলে এসেছে। ছাড়ছে তার কারণ মোদির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আছে তাই, আর কলকাতাতে চিকিৎসা ব্যবস্থা নেই ভারতবর্ষে তো চিকিৎসা হয় না। আমাদেরকে বলবে তোমরা সরকারি হাসপাতালে যাও , তোমরা স্বাস্থ্যসাথী নিয়ে সরকারি হাসপাতালে যাও আর আমার ভাইপো যাবে আমেরিকায় চিকিৎসা করাতে। হায়রে দিদির স্বাস্থ্য ব্যবস্থা।" 


আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর সফরের জন্য তৃণমূল বিধায়কের রিসর্ট সাজছে সরকারি টাকায়! অভিযোগ শুভেন্দুর


অধীরের এই মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "নিম্ন রুচির পরিচয়। অধীর চৌধুরী মানসিক অবসাদে ভুগছেন। অন্য রাজ্যে চিকিৎসা করেছেন, হয়নি। সিবিআই-ইডির সঙ্গে কী সম্পর্ক আছে? সনিয়া গাঁধী যখন আমেরিকায় যান তখন কি ইডি-সিবিআই-এর থেকে বাঁচতে যান?" 


প্রসঙ্গত, ২০১৬ সালে পথ দুর্ঘটনায় পড়েন অভিষেক। মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উল্টে যায় অভিষেকের গাড়ি। সেই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নিচের হাড়টি ভেঙে যায়। সেই থেকে দীর্ঘ দিন চোখ নিয়ে ভুগছেন অভিষেক। এর আগে চোখের চিকিৎসায় দুবাইও যান তিনি। একাধিক বার চোখে অস্ত্রোপচারও হয়েছে। গত বুধবার আমেরিকার হাসপাতালে ফের তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে হলে জানালেন কুণাল।