আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বৃহস্পতিবার মুম্বইতে INDIA-র পাল্টা বৈঠকে বসল মহারাষ্ট্রের NDA শিবির। শুক্রবারও বাণিজ্য়নগরীতে INDIA জোটের নেতা-নেত্রীরা যখন বৈঠক করবেন, তখন মহারাষ্ট্রের NDA-র বৈঠকে অংশ নেবেন বিজেপি, একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন শিব সেনা এবং NCP-র অজিত পাওয়ার গোষ্ঠী। আর এই বৈঠক-পাল্টা বৈঠকের কৌশল নিয়ে রাজনৈতিক তাল ঠোকাঠুকি চলছে সমান তালে।


প্রেক্ষাপট...
'কাল'। একটি জটিল শব্দ! কাল বললে যেমন 'গতকাল' বোঝায়, তেমনই বোঝায় 'আগামীকাল'ও। তাই দেশের রাজনীতি আগামী দিনে কোন পথে যাবে, সেটা বুঝতে সবার নজর এখন বাণিজ্যনগরী মুম্বইয়ের দিকে। কারণ, মুম্বইয়ে যখন তৃতীয়বার বৈঠকে বসল ইন্ডিয়া জোট, তখন পাল্টা, মুম্বইতেই দু-দিনের বৈঠকে বসল মহারাষ্ট্রের NDA শিবির। মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রীর বাসভবনে আলোচনা করলেন একনাথ শিণ্ডে-দেবেন্দ্র ফড়নবীশরা। আলোচনা করলেন লোকসভা ভোটের রণকৌশল নিয়ে। বিজেপি বিরোধীদের জোট 'INDIA'-র পথ চলা শুরু হয়েছিল পাটনার বৈঠক থেকে। বেঙ্গালুরুর বৈঠকে হয়েছিল তার নামকরণ। এবার মুম্বইয়ে তৃতীয় বৈঠক থেকে সামনে আসতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়ার লোগো। এর আগে, ১৮ জুলাই বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই দিল্লিতে NDA-র বৈঠক ডেকেছিল বিজেপি। আর, মুম্বইয়ে বিরোধীদের জোট 'INDIA'-র বৈঠকের সময়েই বৈঠকের কৌশল নিল মহারাষ্ট্রের NDA শিবির। মুম্বইয়ে 'INDIA'-র বৈঠকের উদ্যোক্তা যখন উদ্ধবের শিবসেনা এবং শরদ পাওয়ারের NCP।  তখন, NDA-র বৈঠকে উপস্থিত থাকবে বিজেপি, একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন শিব সেনা এবং NCP-র অজিত পাওয়ার গোষ্ঠী।


কী বললেন কুণাল ঘোষ?
তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, 'ইন্ডিয়াকে এনডিএ ভয় পাচ্ছে, যেখানে ইন্ডিয়া সভা করছে, সেখানেই এনডিএ চলে যাচ্ছে।' ফুটবলে ম্য়ান মার্কিং অত্য়ন্ত প্রচলিত শব্দ! তাহলে কি ইন্ডিয়া-কে ম্য়ান মার্কিং করে আটকাতে চাইছে বিজেপি? যদিও, তারা বলছে, এর কোনও প্রয়োজনই নেই। মোদি একাই চারশো। তাদের দাবি, ইন্ডিয়া জোটের বৈঠকের অনেক আগে থেকেই তাদের বৈঠকের দিন স্থির হয়েছিল। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, 'আইএনডিআই-এ নিয়ে এসেছে কারণ ইউপিএ নাম নিলেই টুজি-ফোর জি-জিজাজি...'। রাজ্যের বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারী আবার বলেন, 'পিসি-ভাইপো মুম্বইয়ে গিয়েছে। আমি ফড়নবীশকে বলেছি সব সামলে রাখতে। ওরা বড় চোর।' বৈঠক পাল্টা বৈঠক তো চলতেই পারে। কিন্তু আসল সময় অর্থাৎ ভোটের লড়াইয়ে জো জিতা, ওহি সিকন্দর।


আরও পড়ুন:দরজায় শরৎ, আসছেন 'মা', পুজোর আর বাকি ৫০ দিন