সন্দীপ সরকার, কলকাতা : উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস (Adino Virus Scare)। বিভিন্ন হাসপাতাল থেকে স্বাস্থ্য ভবনে পাঠানো রিপোর্টে বাড়ছে উদ্বেগ। জানুয়ারি থেকে কতজন শিশু আক্রান্ত, কতজনের মৃত্যু ? হাসপাতালগুলির রিপোর্টে (Hospital Report) উল্লেখ। আর যে তথ্য উঠে এসেছে, তা বাড়াচ্ছে উদ্বেগ।


রিপোর্টে উদ্বেগজনক তথ্য


'জানুয়ারি থেকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কলকাতা মেডিক্যালে ভর্তি হয় ২৬ জন শিশু, তাদের মধ্যে ১৬ জন অ্যাডিনো ভাইরাস আক্রান্ত, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৭ জনের মৃত্যু, মৃত ৭ শিশুর মধ্যে ৪ জন অ্যাডিনো ভাইরাস আক্রান্ত'। স্বাস্থ্য ভবনে (Swastha Bhavan) পেশ করা কলকাতা মেডিক্যাল কলেজের রিপোর্টে উল্লেখ। বি সি রায় হাসপাতালেও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হওয়া ৫ শিশুর মৃত্যু। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথেও মৃত্যু হয়েছে ৫ শিশুর।


যে রিপোর্ট সামনে আসার পর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরাও। মূলত সর্দি, কাশি, জ্বর, ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন, সর্দি-কাশি হলে হাল্কা ভাবে না নিয়ে, চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। এর পাশাপাশি, শিশুদের ভিড়ের মধ্য়ে না নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।


স্বাস্থ্য দফতরের বার্তা


এর মাঝেই পরিস্থিতি পর্যালোচনায় কয়েকদিন আগেই স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক হয়। জারি হয়েছে একটি গাইডলাইন। শিশুদের চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখে, স্বাস্থ্য ভবনে রিপোর্ট দিতে বলা হয়েছে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। সমস্ত হাসপাতালকে শিশুদের জন্য ভেন্টিলেটর (Ventilator) এবং অক্সিজেনের (Oxygen Support) পর্যাপ্ত ব্যবস্থা রাখতে বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, শ্বাসকষ্টের চিকিৎসার জন্য বাড়তি পেডিয়াট্রিক বেডের (Pediatric Bed) বন্দোবস্ত রাখতে হবে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এলে ফেরানো যাবে না কোনও রোগীকে। অপ্রয়োজনে কাউকে কলকাতার হাসপাতালে রেফারও করা যাবে না। যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে রাশ টানার নির্দেশ দেওয়া হয়েছে।


এদিকে, অ্যাডিনো ভাইরাস নিয়ে তৈরি হওয়া আতঙ্ক-উদ্বেগের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, প্রতি বছর শীতের শেষে অথবা বসন্তের শুরুতে শ্বাসকষ্টজনিত এই সমস্যা দেখা যায়। এই বছর রোগের বাড়বাড়ন্ত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য তৈরি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন- পার্ক স্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার নগদ ১ কোটি টাকা