পার্থপ্রতিম ঘোষ ও শিবাশিস ঘোষ কলকাতা : কলকাতায় ফের 'যকের ধন'! পার্ক স্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার নগদ ৫০ লক্ষ টাকা। কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police Special Task Force) ও গুন্ডাদমন শাখার অভিযানে উদ্ধার ১ কোটি টাকা। প্রথমে উদ্ধার হয়েছিল ৫০ লক্ষ, পরে জানা যায় উদ্ধার হওয়া অঙ্কের পরিমাণ ১ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। গ্রেফতার করা হয়েছে রাজেশ আগরওয়াল নামে নিউ আলিপুরের এক বাসিন্দা।


পার্ক স্ট্রিটে নির্দিষ্ট খবর পেয়ে একটি গাড়িকে থামায় পুলিশ। যেখানে গাড়ির ডিকি খুলতেই উদ্ধার হয় যকের ধন। পাঁচশো, দু'হাজার টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে। যে টাকা কার বা কীসের প্রশ্ন করা হলেও যার সদুত্তর না মেলায় গাড়িতে থাকা ব্যবসায়ী রাজেশ আগরওয়ালকে গ্রেফতার করে পুলিশ (Police)। এদিন বিকেল পৌঁনে পাঁচটা নাগাদজ পার্ক স্ট্রিট দিয়ে গাড়িটি যাচ্ছিল। খবর মিলেছিল, গাড়িতে করে টাকা পাচার করা হচ্ছে। যার পরই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়েই মেলে বিপুল অর্থের খোঁজ।


এই টাকা কীসের, কার, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ,তারপরে তাঁকে পার্ক স্ট্রিট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানোর কাচ শুরু করেছে কলকাতা পুলিশ। কিছুদিন আগেই গড়িয়াহাটেও গাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অর্থ। গত কয়েকদিন ধরেই কলকাতা থেকে জেলা একাধিক জায়গা থেকেই উদ্ধার হয়েছে যকের ধন (Kolkata Money Recovered)। গাড়ি থেকে অর্থ উদ্ধার ছাড়াও বালিগঞ্জ, বড়বাজার সহ একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছিল অর্থ। পরপর অর্থ উদ্ধারের ঘটনায় শুরু হয়েছিল তীব্র রাজনৈতিক তরজাও। 




আরও পড়ুন- 'টাকা গেল কোথায়' ? তাপস-সহ ৭ জনকে আজ আদালতে পেশ


গড়িয়াহাটে গাড়ি থেকে টাকা উদ্ধার হওয়ার পর বালিগঞ্জে, ভবানীপুরে ও বড়বাজারেও অভিযান চালিয়ে অর্থ উদ্ধার হয়েছিল। এদিকে কিছুদিন আগেই জাল নোটের (Fake Note) পাহাড়ের হদিশ মিলেছিল! ২৪ লক্ষ টাকারও বেশি জাল নোট উদ্ধার হয়। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বিরাটিতে (Birati) NH34-এর উপর থেকে ২৪ লক্ষ ২১ হাজার টাকার জাল নোটের হদিশ মেলে। এক ব্যক্তিকে ধরা হয়। বিরাটিতে শুল্ক দফতরের অভিযানে এভাবে লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। ব্যাগ ভর্তি ৫০০ টাকা ও ২ হাজার টাকার জাল নোট। বাংলাদেশ সীমান্ত দিয়ে জাল নোটের কারবার বলে সন্দেহ শুল্ক দফতরের আধিকারিকদের।