রাজা চট্টোপাধ্য়ায়, জলপাইগুড়ি: কয়েকদিন ধরেই আনাগোনা বাড়ছিল, পাল্লা দিয়ে উদ্বেগ বাড়ছিল বাসিন্দাদের। আজ, অবশেষে খাঁচাবন্দি হল সেই চিতাবাঘ (Leopard Caged In Jalpaiguri)। মাল বিধানসভা কেন্দ্র এলাকার ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসাখালির ঘটনা। খবর পেয়ে আপাতত কিছুটা স্বস্তিতে বাসিন্দারা।
বিশদ...
উত্তরবঙ্গের চা-বাগানে চিতাবাঘের উৎপাত নিত্যসঙ্গী। তাদের আক্রমণে গুরুতর জখম হওয়া থেকে মর্মান্তিক পরিণতর ঘটনাও প্রায়ই শোনা যায়। তাই চিতাবাঘের আনাগোনা শুরু হতেই কপালে চিন্তার ভাঁজ বাড়তে থাকে সাধারণ মানুষজনের। এবারও ব্যতিক্রম হয়নি। খবর যায় বন দফতরে। চা বাগানে খাঁচা বসানো হয় দফতরের তরফে। অবশেষে, তাতে চিতাবাঘ ধরা পড়তেই এলাকায় মানুষ তা দেখতে ভিড় করতে শুরু করেন। এর আগেও দুটি চিতাবাঘকে ওই এলাকা থেকে খাঁচাবন্দি করা হয়েছিল। এবার যেটিকে বন্দি করা হয়েছে, সেটি পূর্ণবয়স্ক বলে বন দফতর সূত্রে খবর। খাঁচায় তার ধরা পড়ার খবর মিলতেই বন দফতরের আপালচাদ রেঞ্জের বনকর্মীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। সূত্রের খবর চিতাবাঘটিকে উদ্ধার করার পর কিছু ক্ষণ পর্যবেক্ষণ করা হবে। তার পর ফের বনেই ফিরিয়ে দেওয়া হবে।
আলিপুরদুয়ারের ঘটনা...
মাসতিনেক আগে, আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান এলাকায় মাংসের টোপ দিয়ে একটি চিতাবাঘকে খাঁচাবন্দি করা হয়েছিল। সে বার একটি ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করেন বন দফতরের কর্মীরা। উল্লেখ্য, এই ঘটনার কয়েকদিন আগে থেকেই ওই চা বাগানে চিতাবাঘ নিয়ে আতঙ্ক তৈরি হয়। প্রাণীটি গবাদি পশুর উপরে হামলা চালাচ্ছিল বলে অভিযোগ ওঠে। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ার খবরে কিছুটা স্বস্তি পান স্থানীয় মানুষ। যদিও আরও চিতাবাঘ চা বাগানে থাকতে পারে বলেও আশঙ্কা তৈরি হয় স্থানীয়দের মধ্যে। এর কয়েকদিন পর, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আলিপুরদুয়ারেরই দলগাঁও চা বাগানে ফের একটি চিতাবাঘকে বন্দি করা হয়। হিসেব অনুযায়ী, সেই নিয়ে গত ৩০ দিনে আলিপুরদুয়ারে ৫টি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল। দলগাওঁ চা বাগানে যেটিকে বন্দি করা হয়েছে, বন দফতর সূত্রে খবর সেটি ছিল একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। ঘটনার আগে চিতাবাঘের উপস্থিতি নিয়ে আতঙ্কে ছিলেন স্থানীয়রা। তাঁদের দাবী অনুযায়ীই, জলদাপাড়া বন দফতরের মাদারিহাট রেঞ্জ কর্মীদের পাতা খাঁচায় বন্দি করা হয় চিতাবাঘটি। ঘটনাস্থলে পৌছে মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা প্রাণাটিকে উদ্ধার করে নিয়ে যান। জলদাপাড়ার দক্ষিণ খয়েরবাড়ি বাঘ পুনর্বাসন কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়ে চিতাবাঘটিকে। তার পর তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেন বনকর্মীরা।
আরও পড়ুন:'আইন ভাঙেন' টোটা? কেন? অক্ষয় তৃতীয়ায় পোস্ট করে সবটা জানালেন অভিনেতা