পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ভয়াবহ চুরির ঘটনা বাঁকুড়ায় (Bankura)। বন্ধ ঘরের তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। গলির ভিতরে  সি সি ক্যামেরায় ধরা পড়ল দুই সন্দেহভাজনের ছবি। বাঁকুড়া শহরে বন্ধ ঘরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়া শহরের ৭ নং ওয়ার্ডের সারদাপল্লী মাঠপাড়া এলাকায়। পেশায় স্বর্ণ ব্যবসায়ী শম্ভূনাথ দে র বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে বাঁকুড়া সদর থানার পুলিশ। 


স্থানীয় সূত্রে জানা গেছে শম্ভুনাথ দে পেশায় স্বর্ন ব্যবসায়ী। গতকাল মেয়ের শ্বশুরবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়ার রঘুনাথপুরে সস্ত্রীক গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই বাড়ি ছিল তালাবন্দী। সোমবার সকালে স্থানীয়রা দেখেন বাড়ির সামনে দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপর স্থানীয়রাই প্রথমে শম্ভূনাথ দেকে টেলিফোনে খবর দেন। খবর দেওয়া হয়  বাঁকুড়া সদর থানার পুলিশকে। এরপরই পুলিশ ওই বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশ তদন্ত করতে গিয়ে স্থানীয় দোকানে লাগানো সিসি ক্যামেরা খতিয়ে দেখেন। সেই সিসি ক্যামেরায় ধরা পড়েছে গলির মধ্যে সাইকেল নিয়ে দুই সন্দেহভাজন কে ঘোরাঘুরি করতে। তারা কারা তা খতিয়ে দেখছে পুলিশ।  


চুরির ঘটনার সাথে এদের যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে বাঁকুড়া সদর থানার পুলিশ।  গৃহকর্তার দাবি নগদ টাকা ও গহনা চুরি গেছে।  দুষ্কৃতীরা বাড়ি থেকে নগদ প্রায় সত্তর হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে দাবি গৃহকর্তার। পাশাপাশি  বাড়িতে মজুত সোনা ও রুপোর মধ্যে ঠিক কত পরিমান চুরি গেছে তা এখনও জানতে পারেননি তিনি।


আরো পড়ুন: "একঘণ্টা ধরে অসভ্যতা,'' বিধানসভায় বিক্ষোভ প্রসঙ্গে প্রতিক্রিয়া মমতার