উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: আজই প্রার্থীতালিকা প্রকাশ করবে বামফ্রন্ট (Left Candidate List)। ১০ থেকে ১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেই প্রকাশ করা হবে প্রথম প্রার্থীতালিকা। 


প্রার্থীতালিকা প্রকাশ: বেজে গিয়েছে লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দামামা। ভোটের নির্ঘণ্ট প্রকাশ না হলেও প্রার্থীতালিকা প্রকাশ নিয়ে দেরি করতে চাইছে না কোনও রাজনৈতিক দলই। ৪২ আসনে প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল। দফায় দফায় প্রার্থীতালিকা প্রকাশ করছে বিজেপি এবং কংগ্রেস। যদিও এরাজ্যে এখনও প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। আজ বিকেলে বৈঠকের পরই প্রকাশ করা হতে পারে প্রথম দফার প্রার্থীতালিকা। প্রার্থীদের নাম ঘোষণা রেখেই প্রার্থীদের নাম ঘোষণা করবেন বিমান বসু। 


গতকালই জানা গিয়েছিল প্রথম দফায় দমদম, যাদবপুর, বসিরহাট, বীরভূমে প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে। এদিকে কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। কংগ্রেসের জন্য অপেক্ষা করে প্রথম দফায় ১০টি আসনে প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে আপাতত। কারণ, কংগ্রেসের হাইকম্যান্ডের তরফে এখনও কিছু আনুষ্ঠানিক জানানো হয়নি। যদিও রাজ্য কংগ্রেসের সঙ্গে বাম নেতাদের আলোচনা কিছুটা এগিয়েছে বলে খবর। কংগ্রেসের হাইকম্যান্ড কিছু না জানানোয় আর অপেক্ষা করতে চাইছে না বামেরা। কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেই প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করতে চলেছে তারা। দলীয় সূত্রে খবর, দমদম কেন্দ্রে সম্ভাব্য সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। যাদবপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সম্ভাব্য বাম প্রার্থী প্রতীক উর রহমান। শ্রীরামপুর কেন্দ্রের সম্ভাব্য সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। দক্ষিণ কলকাতায় সিপিএমের সম্ভাব্য প্রার্থী সায়রা শাহ হালিম। হাওড়ায় সিপিএমের সম্ভাব্য প্রার্থী সুমিত্র অধিকারী। 


এদিকে দু'দফায় প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি এবং কংগ্রেস। গত ১০ মার্চ ৪২টি আসনেই প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল। এরই মধ্যে গতকাল দ্বিতীয় প্রার্থীতালিকা (BJP Candidates List) প্রকাশ করেছে বিজেপি। মোট ৭২টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ বারের প্রার্থী তালিকায় রয়েছে বেশ কিছু হেভিওয়েট নাম।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Amit Shah On CAA: 'কোনও রাজ্য CAA আটকাতে পারবে না' সাফ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী