নয়াদিল্লি: কোনও রাজ্য চাইলেও আটকাতে পারবে না CAA। স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একইসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, CAA কখনও প্রত্যাহার করা হবে না। 


কী জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?


লোকসভা নির্বাচনের আগে CAA কার্যকর হতেই রাজ্য রাজনীতির পারদ চড়ছে। একাধিক রাজ্য CAA কার্যকরের বিরোধিতা করেছে। যে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন, এরাজ্যে CAA কার্যকর হতে তিনি দেবেন না। কিন্তু রাজ্যের এবিষয় ক্ষমতা কতটা? তা স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন সংবাদ সংস্থা ANI কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'সিএএ প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই। রাজ্য সরকারের কোনও ক্ষমতা নেই সিএএ-কে আটকানোর। নাগরিকত্ব প্রদানের বিষয় সম্পূর্ণ কেন্দ্রর বিষয়, রাজ্যের কোনও ভূমিকা নেই।' পাশাপাশি অমিত শাহ দাবি করেন, 'এখন ভোটের জন্য বিরোধিতা হচ্ছে, কিন্তু পরে সবাই সমর্থন করবেন।'


আইন পাস হওয়ার সাড়ে চার বছরের মাথায়, লোকসভা ভোটের মুখে CAA চালু করেছে মোদি সরকার। আর তা নিয়েই এখন জোর তর্ক-বিতর্ক বঙ্গ রাজনীতিতে। গতকালও CAA-র তীব্র বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ করেন তৃণমূলনেত্রী। গতকাল তিনি বলেন, “অসমে আপনারা দেখেছেন, এরা মুসলিমদের তো টোটাল রাষ্ট্রহীন করে দিতে চায়। দুই হচ্ছে, এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, পার্সি আছে। এটা মানুষকে একটা আতঙ্ক  সৃষ্টি করা। একদিকে ED, একদিকে CBI, একদিকে CAA, আর CAA-র ভাই হচ্ছে NRC। সেই জন্য আমাদের বিরোধিতা করতে হচ্ছে। এটা ভোটে আমাদের বড় ইস্যু হবে।’’ নাগরিকত্বের জন্য পোর্টাল চালু হওয়া প্রসঙ্গে তিনি গতকাল বলেছিলেন, “আপনার ওপর ডিপেন্ড করছে আপনি অ্যাপ্লাই করবেন কি না। আর ওই অ্যাপ্লাই করলেও মনে রাখবেন, পোর্টাল কাকে অ্যাপ্লাই করবে? কোনও নাম আছে? এমপাওয়ারমেন্ট কমিটি কোথায়? আর সে কমিটি হলেও সে দায়িত্ব নেবে? যাকে ইচ্ছে বাদ দেবে, যাকে ইচ্ছে রাখবে, তারপর NRC-তে ঢুকবে।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Seikh Shahjahan: শেখ শাহজাহানের ভাই সহ ঘনিষ্ঠদের নোটিস, আজ নিজাম প্যালেসে তলব