কলকাতা: 'টক টু মেয়রে' নালিশ জানিয়ে, তৃণমূল নেতা-কর্মীদের 'হুমকির মুখে' অভিযোগকারী! তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ জনৈক কলকাতাবাসীর। 'কাউন্সিলরের ভাবমূর্তি নষ্ট হবে', এই বলে অভিযোগকারীকে হুমকি, মেয়রকে নালিশ। 'টক টু মেয়রে' ফোন করে নালিশ জনৈক অভিযোগকারীর। 'সংস্কারের পরও কীভাবে ভাঙল পুকুরের পাড়? কেন নোংরা জলাশয়? টক টু মেয়রে নালিশ করায় জনৈক ব্যক্তিকে হুমকির অভিযোগ তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ পেতেই ফিরহাদ হাকিমের তোপের মুখে পুর আধিকারিকরা। 'কন্ট্রাক্টর ঠিকঠাক কাজ না করেই কীভাবে চলে গেল? কেন ব্ল্যাকলিস্টেড করা হল না?' পুর আধিকারিকদের ভর্ৎসনা মেয়রের। সরকারি টাকা হল মানুষের টাকা, কোনওভাবেই তা নয়ছয় করা যাবে না, কড়া বার্তা মেয়রের। একবার ঠিক করে কাজের সুযোগ দিন, না হলে ব্ল্যাকলিস্টেড করুন, কড়া বার্তা মেয়রের। 


 পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll ) আগে উত্তাপ চড়ছে বঙ্গ রাজনীতির। তুঙ্গে পৌঁছচ্ছে নেতাদের বাগযুদ্ধ। হুমকি, পাল্টা হুমকি, হুঙ্কার ! আবারও বাক্যবান ছুড়ে ফোকাসে মদন মিত্র। ফের মদন মিত্রের গলায় খেলার ডাক। বললেন, কোদাল কাস্তে হাতে থাকলে বিজেপির দস্যু ডাকাতরা জমি দখল করতে পারবে না। বুথে এজেন্টই দিতে পারবে না।


সম্প্রতি, উত্তর ২৪ পরগনার ঘোলা বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কৃষকদের কোদাল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় ( Sougata Roy ) ও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ( Madan Mitra )। সেখানেই মদন মিত্র বলেন, খেলা কিন্তু শুরু হয়ে গেল বিলকান্দা থেকে। সিপিএম বিজেপি শুনে রাখ. রাজ্যের এই সভা থেকে কোদাল আর কাস্তে খেলা শুরু হয়ে গেল। ৯০ মিনিট খেলতে হবে না প্রথম পাঁচ মিনিটেই খেলা শেষ হয়ে যাবে। 


আরও পড়ুন , Garia Howrah Fire : সাতসকালে গড়িয়ার ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন, হাওড়াতেও অগ্নিকাণ্ড!


তিনি আরও বলেন, ' খেলা কিন্তু শুরু হয়ে গেল। বিলকান্দা ১, সিপিএম-বিজেপি শুনে রাখ আজকের এই মিটিং থেকে এই কোদাল আর কাস্তে, খেলা কিন্তু শুরু হয়ে গেল। গেট রেডি ফর ফাইনাল ম্যাচ। উই আর রেডি। আমরা আছি। এবং একেবারে গোলশূন্য খেলা। ৯০ মিনিটও খেলতে হবে না। প্রথম পাঁচ মিনিটেই খেলা শেষ হয়ে যাবে। '