নবগ্রাম: গার্ডেনরিচ, বিরাটির পর, হুগলির নবগ্রাম।  এবার পুরনো বাড়ির দেওয়াল ভেঙে দুই শ্রমিকের মৃত্য়ু হল। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ শ্রমিক, এমনটাই জানা গিয়েছে।  স্থানীয়দের দাবি, পুরনো বাড়ির পাশেই তৈরি হচ্ছিল বহুতল। দেওয়াল ঘেঁষে রাখা ছিল নির্মীয়মাণ বহুতলের ইমারতি সামগ্রী। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ছাড়াই বহুতল তৈরির কাজ চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিযেছে উত্তরপাড়া  থানার পুলিশ।


এদিন সকালেই ঘটে ঘটনাটি। সম্প্রতি এই নির্মীয়মাণ বহুতলের কাজ শুরু হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, প্রোমোটারের তত্ত্বাবধানেই এই কাজ চলত। সাবমার্শাল বসিয়ে জল তোলার কাজও বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল বলে জানা যায়। কিন্তু এরই মধ্যে এই মর্মান্তিক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। 


হাইকোর্ট এর নির্দেশে সন্দেশখালি কাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। সিবিআই তদন্ত করলে ভাল হবে। ইডি তদন্ত করছে, সেটাও ভালো হবে, তাৎপর্যপূর্ণ মন্তব্য শেখ শাহজাহানের। মেডিক্যাল পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময়ে মন্তব্য শেখ শাহজাহানের।


সম্প্রতি অবৈধ নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গার্ডেনরিচের বিপর্যয়ের পরে বেআইনি নির্মাণের ক্ষেত্রে আমাদের আরও কড়া হতে হবে। শহরে একের পর এক বহুতল-বিপর্যয়ের ঘটনা ঘটেই চলেছে এই আবহেই শহরে যত্রতত্র গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ নিয়ে ফের কড়া বার্তা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 


প্রসঙ্গ বিরাটি


বিরাটিতে নির্মীয়মাণ বহুতলের কার্নিশ ভেঙে মহিলার মৃত্যুর ঘটনায় ৩ প্রোমোটার সহ ৪ জনকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানা। ধৃতদের ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর মহকুমা আদালত। যদিও বহুতলটি বেআইনি বলে স্থানীয়দের তোলা অভিযোগ খারিজ করে দিয়েছেন উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান। ঘটনাকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা।


প্রসঙ্গ গার্ডেনরিচ


মাঝরাতে গার্ডেনরিচের পাহাড়পুরে নির্মীয়মাণ বহুতল-বিপর্যয়ে মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ঘিঞ্জি এলাকা। গায়ে গায়ে ঝুপড়ি, বাড়ি, বহু মানুষের বাস গার্ডেনরিচের পাহাড়পুরের ফতেপুর ব্যানার্জি পাড়া লেনে। সামনে উঠে আসে বেআইনি নির্মাণের অভিযোগ। ৩ ফুট রাস্তার ওপর কীভাবে তৈরি হচ্ছিল ৬ তলা বহুতল? প্রশ্ন ছিল স্থানীয়দের। তাঁদের অভিযোগ, পুকুর বুজিয়ে গত একবছর ধরে তৈরি হচ্ছিল এই বহুতল। সংকীর্ণ গলির মধ্যে এল-শেপের ৬ তলা বাড়ি উঠেছিল লম্বালম্বিভাবে। স্থানীয়দের দাবি, বেআইনি নির্মাণে বাধা দিলেও গ্রাহ্যই করেননি প্রোমোটার। পুলিশ-প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে নির্মাণে ছাড়পত্র মিলল প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে