প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এ বার তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ইডি সূত্রে খবর, তৃণমূল নেতার কাছ থেকে তিনি এবং তাঁর আত্মীয়দের সম্পত্তির হিসেব এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট সংক্রান্ত নথি চাওয়া হয়েছে (SSC Case)।


শান্তনু  বন্দ্যোপাধ্যায়ের হুগলির বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে


এর আগে, কুন্তল ঘোষকে গ্রেফতার এবং তাঁর বাড়িতে তল্লাশি চালানোর দিনই শান্তনু  বন্দ্যোপাধ্যায়ের হুগলির বাড়িতেও তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে দাবি, তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়িতে চাকরিপ্রার্থীদের তালিকা মেলে। ইতিমধ্যেই একবার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।


ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনুর বাড়িত থেকে ৩০০-র বেশি চাকরিপ্রার্থীর তালিকা পাওয়া যায়। ওই তালিকা তাঁর কাছে পৌঁছল কী করে, জানতে চান তদন্তকারীরা। তাঁদের সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সব নথি আনতে হবে। কুন্তলের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল শান্তনুর। শান্তনুই কুন্তলকে নির্দেশ দিতেন। কুন্তলের মতো শান্তনুও কি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলনে, জানতে চায় ইডি। ৩০০ চাকরিপ্রার্থীর তালিকা সামনে রেখে শান্তনুকে জিজ্ঞাসাবাদ করা হবে। শান্তনু একটি রেস্তরাঁ চালান। সেই টাকা কোথা থাকে পেলেন, দেখা হচ্ছে তা-ও।


আরও পড়ুন: Bonny Sengupta: কুন্তলের সঙ্গে টাকার লেনদেন! নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল বনির, অভিনেতাকে তলব ইডি-র


এ দিকে, দুর্নীতি মামলায় ইডি-র নজরে ৭৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইডি-র দাবি, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের  অ্যাকাউন্ট থেকে ওই সমস্ত অ্যাকাউন্টে টাকা গিয়েছে। ২০১৭-র শেষ থেকে ২০১৯, নিয়োগ দুর্নীতির টাকা সরাতে এই ৭৫টি অ্যাকাউন্টকে ব্যবহার করা হয়েছে বলে মনে করছে ইডি। এই অ্যাকাউন্টগুলি থেকে কোথায় কোথায় টাকা গিয়েছে, তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


এর মধ্যে কুন্তলের অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষের বেশি টাকা গিয়েছিল বান্ধবী সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে। ইডি-র জিজ্ঞাসাবাদে কুন্তলের থেকে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন সোমা। 


কুন্তলের অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষের বেশি টাকা গিয়েছিল বান্ধবী সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে


শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতিতে কুন্তলের সঙ্গে টলিউড-যোগও ধরা পড়েছে। অভিনেতা বনি সেনগুপ্তের কাছে কুন্তলের অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছিল বলে ইডি সূত্রে জানা গিয়েছে। এ নিয়ে শুক্রবার অভিনেতাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। দু'জনের মধ্যে মোটা টাকা লেনদেন হয়েছিল বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।