কলকাতা: গতকাল রিষড়ার পর আজ হাওড়ায় (Howrah) যেতে বাধা দেওয়া হল ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। শিবপুরে ১৪৪ ধারা জারি থাকার কথা বলে দ্বিতীয় হুগলি সেতুতে ৬ সদস্যের দলটিকে আটকায় পুলিশ। বাধা পেয়ে কলকাতায় ফিরল ফ্যাক্ট ফাইন্ডি টিম। এর আগে গতকাল রিষড়ায় যাওয়ার পথেও আটকানো হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। সম্প্রতি রাম নবমীর মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় শিবপুর ও রিষড়া। এই প্রেক্ষাপটে, তিন দিনের সফরে রাজ্যে এসেছেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অন হিউম্যান রাইটস ভায়োলেশন সংস্থার ৬ সদস্য।

বাধা দেওয়া হল ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে: হুগলির রিষড়ার পর, এবার হাওড়ার শিবপুরেও যেতে বাধা পেলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা। ৩০ মার্চ, রামনবমীর মিছিল ঘিরে প্রথমে অশান্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর। পরে যার আঁচ গিয়ে পড়ে উত্তর দিনাজপুরের ডালখোলা ও হুগলির রিষড়ায়.।অশান্তির কারণ খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অন হিউম্যান রাইটস ভায়োলেশনের ছয় সদস্য। যাঁদের মধ্যে রয়েছেন পটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিংহ রেড্ডিও। এদিন সকাল সাড়ে ১০টায়, ধর্মতলার হোটেল থেকে রওনা দেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদল। দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে ওঠার পরই, টোলপ্লাজার কাছে তাদের আটকে দেয় হাওড়া সিটি পুলিশ।  ১৪৪ ধারা জারি থাকার কারণ জানানো হয় তাঁদের। এই নিয়ে দু-পক্ষের মধ্যে কিছুক্ষণ বাগবিতণ্ডাও হয়। পরে ফিরে আসেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা।

গত রবিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়েছিল রিষড়া। সোমবার রাতে নতুন করে উত্তেজনা ছড়ায় সেখানে। শনিবার, সেই রিষড়ায় যাওয়ার পথে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে বাধা দিল পুলিশ। এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কথা বলে, তাঁদের আটকানো হল। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। গত সপ্তাহে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে, দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয় রিষড়ায়। ইটবৃষ্টি থেকে দোকান...ATM-এ ভাঙচুর বাদ যায়নি কিছুই। এই প্রেক্ষাপটে, তিন দিনের সফরে রাজ্যে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অন হিউম্যান রাইটস ভায়োলেশন সংস্থার ছয় সদস্য। অশান্তিতে আহতদের সঙ্গে কথা বলার জন্য, CRPF-এর ঘেরাটোপে শনিবার রিষড়া যাচ্ছিলেন তাঁরা। বাঙ্গিহাটিতে চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে তাঁদের আটকানো হয়। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির একজন সদস্যা হেঁটে ঢোকার চেষ্টা করলে, তাঁকেও আটকায় পুলিশ। কলকাতায় ফিরে SSKM-হাসপাতালে আসেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। এখানে ভর্তি রয়েছেন একজন আক্রান্ত। তাঁর সঙ্গে কথা বলেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা।

আরও পড়ুন: Manik Saha Exclusive: 'ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বাম-কংগ্রেস' এক্সক্লুসিভ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা