কলকাতা: বদলির পর এবার গ্রেফতার কুড়মি নেতা। অভিষেকের (Abhishek Banerjee)কনভয়ে হামলাকাণ্ডে কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৮ জন গ্রেফতার। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্টের মতো জামিন অযোগ্য ধারায় মামলা। গতকালই হামলাকাণ্ডে ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ১২। 

কী ঘটেছিল?

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের যাত্রাপথেই আছড়ে পড়ে কুড়মিদের ক্ষোভ। ইটবৃষ্টি, মন্ত্রীর গাড়িতে ভাঙচুর। তৃণমূলকর্মীদের মারধর থেকে ছুড়ে মারা হয় তৃণমূলের পতাকা। ওঠে চোর চোর স্লোগান। আজ পশ্চিম মেদিনীপুরের শালবনি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে, শুক্রবার সন্ধেয় কুড়মি বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ঝাড়গ্রামের গড় শালবনিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পেরিয়ে যেতেই শুরু হয় ইটবৃষ্টি। বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই গড় শালবনিতে জমায়েত করছিলেন কুড়মিরা। বিকেলের দিকে মিনিট ৪০ রাস্তা অরবোধও করা হয়। সন্ধেয়, দহিজুড়ির কর্মসূচি শেষ করে লোধাশুলির দিকে আসছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন, ৫ নম্বর রাজ্য সড়কের উপর গড় শালবনিতে উত্তেজনা ছড়ায়। অভিষেকের গাড়ি চলে যেতেই শুরু হয় মুহুর্মুহু ইটবৃষ্টি। মারধর করা হয় তৃণমূল কর্মীদের। বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর করা হয়। আহত হন ঝাড়গ্রাম থানার আইসি-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী।                                

শুক্রবার রাতে কনভয় ঘিরে ধুন্ধুমারকাণ্ডের পর কার্যত হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। এরপরই তৎপর হয় পুলিশ। রাত থেকেই শুরু হয় অভিযান। গ্রেফতার করা হয় ৪ জনকে। তাঁদের বিরুদ্ধে মোট ১৪টি ধারা দেওয়া হয়েছে। তারমধ্য়ে ৬টি জামিন অযোগ্য় ধারা। এরমধ্য়ে রয়েছে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়য়ন্ত্র, সরকারি কর্মীদের মারধর, সরকারি কর্মীকে কাজে বাধা ও মারধরের ধারা।  

বদলির পর এবার গ্রেফতার: হামলার অভিযোগে এই কুড়মি নেতাকেই সরাসরি অভিযুক্ত করেছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত ৮ জনকে আজ ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে। এর আগে পেশায় শিক্ষক কুড়মি নেতাকে কোচবিহারে বদলি করা হয়েছিল। খড়গপুর থেকে কোচবিহারে কুড়মি নেতা রাজেশ মাহাতোকে বদলি করা হয়। খড়গপুরের বানাপুর স্কুল থেকে কোচবিহারের চামটা আদর্শ বিদ্যালয়ে বদলি করা হয়। 

আরও পড়ুন: Oily Scalp: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?