নয়াদিল্লি: মহাশূন্যে নিভৃতে ভেসে বেড়াচ্ছিল। ধরা পড়ল শক্তিশালী টেলিস্কোপে। আর তাতেই চোখ ধাঁধিয়ে গেল বিজ্ঞানীদের (Science News)। কারণ আস্ত একটি ছায়াপথের বিচ্ছুরিত রশ্মি চোখে এসে পড়ল তাঁদের, যে ছায়াপথটি দেখতে হুবহু জেলিফিশের মতো (Space Science)। সোশ্যল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি।
ছায়াপথটি পৃথিবী থেকে প্রায় ৯০ কোটি আলোকবর্ষ দূরে রয়েছে
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল এ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA)-এর শক্তিশালী টেলিস্কোপ ওই ছায়াপথের মোহময়ী রূপ সামনে এনেছে। শক্তিশালী হাবল টেলিস্কোপ থেকে ছবি তোলা হয়েছে। ছায়াপথটি পৃথিবী থেকে প্রায় ৯০ কোটি আলোকবর্ষ দূরে রয়েছে। কোমা বেরেনিসেস নক্ষত্রপুঞ্জের মধ্যে অবস্থান তার।
কুণ্ডলী পাকানো ওই ছায়াপথের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে নাসা। তাতে দেখা গিয়েছে মধ্যিখানের অংশ অগ্নিবর্ণা। আর চার পাশ থেকে ঠিকরে বেরোচ্ছে নীল, সাদা, লাল আলোর ছটা। ওই ছায়াপথটিকে নাসা JW39 বলে উল্লেখ করেছে। তাদের দাবি, দূর থেকে যদিও বা ছায়াপথটি শান্ত, স্থিতধী বলে ঠাহর হচ্ছে। আসলে একগুচ্ছ ছায়াপথের মধ্যে ঝুলছে এটি, গরম প্লাজমার বিস্ফোরণ ঘটছে।
নাসা-র তরফে যে ছবি প্রকাশ করা হয়েছে, তাতে JW39-এর উজ্জ্বল কেন্দ্রস্থলটি স্পষ্ট দৃশ্যমান। তাকে ঘিরে রয়েছে পর পর বলয়। নাসা-র মতে, কুণ্ডলী আকারের ওই ছায়াপথ আসলে পুরু এবং স্ফীত। উজ্জ্বল নীল বর্ণ আসলে নয়া নক্ষত্র তৈরির ইঙ্গিত। দেখতে স্থিতধী মনে হলেও, অভিকর্ষ টানে প্রতি মুহূর্তে আকারের বিকৃতি ঘটে চলেছে।
আরও পড়ুন: Healthy Cooking Oils: সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে রান্নায় ব্যবহার করুন এই ৫টি 'হেলদি কুকিং অয়েল'
ছায়াপথের অপরূপ এই রূপ মন ভরিয়ে দিয়েছে সকলের
মাত্র কয়েক ঘণ্টা আগেই ওই ছায়াপথের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে নাসা। তাতেই লক্ষ লক্ষ মানুষ সেটি শেয়ার করে নিয়েছেন। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবিটি। মহাশূন্য়ে ছায়াপথের অপরূপ এই রূপ মন ভরিয়ে দিয়েছে সকলের।