পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই মামলায় বিদ্যাসাগরের পর এবার বিচারকের মুখে রামকৃষ্ণের কথা। সিবিআইয়ের আইনজীবীকে বিচারক বলেন, 'রামকৃষ্ণ বলেছিলেন, ভক্ত আর ভগবানের মাঝে গুরু থাকে। গুরুটা কে? খুঁজে বের করুন।'
তাপস (Tapash Mondal) ও কুন্তলকে মুখোমুখি জেরায় একাধিক প্রভাবশালীর নাম, দাবি সিবিআই-এর আইনজীবীর। জামিন দিলে তথ্য প্রমাণ লোপাটের পাশাপাশি সাক্ষীদের হুমকি দেওয়ার সম্ভাবনা, সওয়াল সিবিআই-এর। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের ৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। এদিন নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় তাপস মণ্ডল দাবি করেন, 'সব চেনে, সবাইকে জানে কুন্তল।' যদিও নিজাম প্যালেস থেকে আদালতে যাওয়ার পথে, কুন্তল (Kuntal Ghosh) দাবি করেন, তিনি কালীঘাটের কাকুকে চেনেন না
ফের পনির প্রসঙ্গ:
আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) ফের পনির মশালা প্রসঙ্গ। এর আগে বিচারপতি মন্তব্য করেছিলেন পনির ছাড়া পনির মশালা রান্নার চেষ্টা করছে সিবিআই। এদিন কুন্তল ঘোষের আইনজীবী বলেন, 'এর আগে পনিরের কথা বলা হচ্ছিল,এদের কাছে পনির রান্না করার আগুনটাই নেই।' সিবিআইকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করে কুন্তলের আইনজীবী। পাল্টা সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, পনিরের ভ্যারাইটির খোঁজ চলছে।
এর আগে আদালতে প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই (CBI)। বিচারক মন্তব্য করেছিলেন পনির ছাড়াই পনির মশালা রান্না করতে চাইছে সিবিআই। বিচারক প্রশ্ন তুলেছিলেন, 'চাকরি বিক্রির টাকার ভাগ গিয়েছে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার কাছে, কেস ডায়েরিতে নাম রয়েছে এসপি সিন্হার, তবু কেন হেফাজতে চাইছে না সিবিআই'। পাল্টা সিবিআইয়ের আইনজীবী দাবি করেছিলেন যে এই সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য় জোগাড়ের চেষ্টা করা হচ্ছে।
এর আগে বিদ্যাসাগর প্রসঙ্গ:
পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের শুনানির সময়, জামিনের বিরোধিতা করার সময় বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে এনেছিলেন ইডির আইনজীবী। তিনি বলেছিলেন, '২৬ সেপ্টেম্বর, ১৮২০ ও ১৯৫২-র ৬ অক্টোবর, বাংলায় দুই মহান ব্যক্তি জন্ম নিয়েছেন। একজন বিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে। আরেকজন কুখ্যাত পার্থ চট্টোপাধ্যায়। একজন বাংলার শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গেছেন, আরেকজন ১০০ বছর পিছিয়ে দিয়ে ধ্বংস করেছেন।'
আরও পড়ুন: বিকাশ মিশ্র মামলায় জেল সুপারকে কড়া ভর্ৎসনা হাইকোর্টের! সঙ্গে জরিমানাও