কমলকৃষ্ণ দে, মনোজ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান: সোমবারের দুর্ঘটনার পরেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এসবিএসটিসি-র (SBSTC) বিন্দুমাত্র হুঁশ ফেরেনি বলে অভিযোগ। কোনও কোনও বাসের ফিট সার্টিফিকেট নেই, আবার কোনওটির বিমার পলিসির মেয়াদ বহুদিন আগেই শেষ হয়ে গিয়েছে! এমনকী, যাত্রীদের প্রাণ বিপন্ন করে রিসোলিং-টায়ার লাগিয়েও আকছার বাস চলছে বলে অভিযোগ। এ নিয়ে আজ বর্ধমানের (Bardhaman) নবাবহাট বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস (Youth Congress)। বাস আটকে বিক্ষোভ দেখানো হয়। প্রায় আধঘণ্টা চলে কংগ্রেসের বিক্ষোভ। পরে এসবিএসটিসি কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে।


বেনিয়মের অভিযোগ যুব কংগ্রেসের


পূর্ব বর্ধমানের যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দারের অভিযোগ, ‘টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে, নিয়োগের সময় নথি দেখা হচ্ছে না। সরকারের মন্ত্রীরা বিমার টাকা মেরে দিচ্ছে। তারা চোর।’


যুব কংগ্রেসকে পাল্টা তোপ তৃণমূলের


পাল্টা পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেছেন, ‘সংশ্লিষ্ট দফতর যাত্রী সুরক্ষার বিষয়টি খেয়াল রাখে। বাজার গরম না করে অভিযোগ থাকলে আইনের আশ্রয় নিতে পারেন।’


অভিযোগ অস্বীকার এসবিএসটিসি-র


যুব কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে এসবিএসটিসি-ও। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডলের দাবি, ‘ফিটনেসের ব্যাপারে সব কাগজ ঠিক থাকে। দুর্ঘটনা হলে যাত্রীদের বিমা করা হয়। সব সময় পোর্টালে টাইম-টু টাইম আপডেট করা হয় না। তাই হয়তো দেখানো হয়। রিসোল টায়ার মেকানিক্যাল পার্ট। এটা গুরুত্ব দিয়েই দেখা হয়।’


আরও পড়ুন ভয়াবহ ! সেতুর রেলিং থেকে ঝুলছে বাস, মেমারির কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা


সোমবার মেমারিতে দুর্ঘটনার কবলে পড়ে এসবিএসটিসি’র একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা মেরে বাসটি ঝুলতে থাকে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? মেমারি থানার পাশাপাশি তা খতিয়ে দেখছে এসবিএসটিসি কর্তৃপক্ষও। রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই যাত্রীদের সুরক্ষা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। যাত্রীরা সুরক্ষিত কি না, সে বিষয়ে অনেকেই সংশয়ে।