আবির দত্ত, পশ্চিম মেদিনীপুর: খেমাশুলিতে অবরোধ তুলে নিলেন আন্দোলনকারীরা। এদিন আন্দোলন তুলে নিতে কুড়মি সমাজের নেতৃত্বকে অনুরোধ করে পুলিশ। সরকারের তরফ থেকে দেওয়া হল চিঠি। ৬ দিন পর তুলে নেওয়া হল অবরোধ।                                                     


খেমাশুলিতে অবরোধ উঠল কুড়মিদের: ৬ দিন পর, রাজ্য সরকারের তরফে আলোচনায় বসার প্রস্তাব পেয়ে খেমাশুলিতে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করল কুড়মি সমাজ। মঙ্গলবার থেকে অবরুদ্ধ ছিল ৬ নম্বর জাতীয় সড়ক। গতকাল যান চলাচলে আংশিক ছাড় দেওয়ার কথা ঘোষণা করেও সিদ্ধান্ত বদল করেন কুড়মি-আন্দোলনকারীরা। তাঁরা জানান, রাজ্যের তরফে আলোচনার বসার প্রস্তাব দিয়ে চিঠি না পেলে অবরোধ জারি থাকবে।                                   


এরপরই আজ সকালে রাজ্যের চিঠি নিয়ে খেমাশুলিতে যায় রাজ্য পুলিশ। অবরোধ তুলে নিয়ে নবান্নে গিয়ে কথা বলার অনুরোধ জানানো হয় পুলিশের তরফে। রাজ্যের চিঠিতে কিছু ভুল রয়েছে বলে জানান আন্দোলনকারীরা। খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কুড়মিরা। এরপরই এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। নিজেদের মধ্যে আলোচনার পর, অবশেষে শর্ত সাপেক্ষে খেমাশুলিতে জাতীয় সড়ক অবরোধ তুলে নেয় কুড়মি সমাজ। গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ট্রায়াল রানের পর, খেমাশুলি স্টেশনেও ট্রেন চলাচল শুরু হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা।                                                         


টানা পাঁচদিন ভোগান্তির পর গতকাল পুরুলিয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারী কুড়মিরা। আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত মাহাতো জানিয়েছেন, নবান্ন থেকে চিঠি পাঠিয়ে মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাব আদতে ধোঁকাবাজি। তাই রাজ্যের প্রস্তাব না মেনে, নিজেরাই অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত মাহাতোর। কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। 


আরও পড়ুন: South 24 Parganas: তলিয়ে যাচ্ছে গাছ, জমি, নদী ভাঙনে আতঙ্ক বাসন্তীতে