সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: সাত সকালে শহরে রেষারেষির জেরে দুর্ঘটনা (accident)। দুটি বাসের রেষারেষির (bus accident) ঘটনায় আহত এক পথচারী। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।


সাত সকালে বাস দুর্ঘটনা


রাতের শহরে দুর্ঘটনার পর এবার সাত সকালে দু’টি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটল শহরে। পুলিশ সূত্রে খবর, আজ সকাল পৌনে ৮টা নাগাদ পুলিশ ট্রেনিং স্কুলের সামনে বারাসাত-বি গার্ডেন রুটের দুটি বাস রেষারেষি করছিল। অভিযোগ, সেই সময় একটি বাস এক পথচারীকে ধাক্কা মারে। তিনি গুরুতর আহত হন। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই বাসের চালককে আটক করেছে।  


ঘটনাটি ঘটে বারাসাত থেকে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার পথে ওই রুটেরই দুটি বাসের রেষারেষির ফলে। পিটিএসের সামনে এক ব্যক্তি রাস্তা পার করছিলেন সেই সময়। আর তখনই তাঁকে ধাক্কা মারে একটি বাস। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে ওই ব্যস্ত রাস্তার যান চলাচলের গতি বেশ কিছুক্ষণের জন্য ধীর হয়ে যায়। 


আরও পড়ুন: Fake Call Center: ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে রিজেন্ট পার্ক থানা থেকে গ্রেফতার ১২


রাতের কলকাতা শহরে ফের পথ দুর্ঘটনা


গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। ফের রাতের শহরে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটল (Kolkata News)। অভিযোগ, সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মার্সিডিজের।  গাড়ির আরোহী এক মহিলার মৃত্যু।  মার্সিডিজের চালক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  


ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটেছে বুধবার রাত ১টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, বিমানবন্দর থেকে গড়িয়া যাওয়ার পথে একটি গাড়ি বেলেঘাটা হাউজিংয়ের কাছে ই এম বাইপাসে সিগনালে দাঁড়ায়। অভিযোগ, সেই সময় প্রচণ্ড গতিতে আসা একটি মার্সিডিজ দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারে। দাঁড়িয়ে থাকা গাড়িতে ৩ জন ছিলেন। গাড়ির আরোহী, ৪৯ বছরের মিনু ঢনঢনিয়ার মৃত্যু হয়।