কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: আসানসোলে (Asansol) বিজেপি কর্মীকে (BJP Worker) দোকান করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে ফের ধর্নায় বসলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বৈধ কাগজ থাকলেও তাঁদের কর্মীকে দোকান করতে তৃণমূল (TMC) বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি (BJP) বিধায়ক। পাল্টা ইস্কোর টাউন অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল (TMC)। ইস্কো সূত্রে খবর, জমিটি কোনও রাজনৈতিক দলের কর্মীকে দেওয়া হবে না।


এক টুকরো জমি ঘিরে যত কাণ্ড! শনিবারের পর এবার সোমবারও উত্তপ্ত হয়ে উঠল আসানসোল (Asansol) ! ফের ধর্নায় বসলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) । পাল্টা ইস্কোর অফিস ঘেরাও করল তৃণমূল (TMC)। টানাপোড়েনের সূত্রপাত সপ্তাহ খানেক আগে থেকে ।


আসানসোলের বার্নপুর স্টেশন বাজারে ইস্কো-র (esco) জমিতে দোকান তৈরি করতে চান বিজেপি কর্মী পূর্ণিমা দে । অভিযোগ, তাঁকে দফায় দফায় বাধা দেন স্থানীয় ব্যবসায়ী দেবশ্রী ভদ্র । বিজেপি কর্মীর দাবি, ইস্কোর তরফে তাঁকেই এই জমি দেওয়া হয়েছে। পাল্টা স্থানীয় ব্যবসায়ী দাবি করেন, তাঁর কাছেও বৈধ কাগজ আছে । 


বিজেপি কর্মীকে দোকান করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে, শনিবার স্টেশন বাজারে ধর্নায় বসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বিষয়টির মীমাংসা না হওয়ায়, সোমবার হীরাপুর থানার সামনে ফের ধর্নায় বসেন তিনি ।


অগ্নিমিত্রা পালের দাবি, বৈধ কাগজ রয়েছে। তরপরও দোকান করতে বাধা দিচ্ছে তৃণমূল। এমনকী পুলিশও ব্যবস্থা নিচ্ছে না । এদিন পাল্টা পথে নামে তৃণমূলও। ইস্কোর টাউন অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা । গেট ভেঙে অফিসে যান তৃণমূল কর্মীরা। ইস্কো কর্তৃপক্ষের আলোচনায় বসে তৃণমূলের ৫ কাউন্সিলরের প্রতিনিধি দল । 


আসানসোল পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রর কথায়, সমস্যার সমাধান করুক ইস্কো। আমরা বাধা দিইনি । ইস্কো ডাস্টবিন করবে বলে পিসিও বুথ ভেঙে দিয়েছে। হঠাৎ করে ওই জমিটাই বিজেপি কর্মীকে দিল । পুরোনো ব্যবসায়ীদের লাইসেন্স রিনিউ করেনি ইস্কো। ইস্কো সূত্রে খবর, জমিটি কোনও রাজনৈতিক দলের কর্মীকে দেওয়া হবে না । বিজেপি কর্মীকে বিকল্প জমি দেওয়া হবে । 


আরও পড়ুন: Tapas Saha : তৃণমূল বিধায়ক তাপস ও তাঁর ঘনিষ্ট ইতিকে নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেফতার বিজেপি নেতা