Agnipath Violence Railway Loss : দেশজুড়ে অগ্নিপথ-বিক্ষোভের আঁচ সবথেকে বেশি পড়েছে রেল পরিষেবায়। বিক্ষোভের আগুন ছড়াচ্ছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে। জ্বলছে ট্রেন, পুড়ছে টোল প্লাজা। বিহারের সমস্তিপুরে স্টেশনে দাঁড়িয়ে থাকা জম্মু তাওয়াই গুয়াহাটি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হামলায় যোগ দেন। রেল সূত্রে খবর, ৬টি বগি আগুনে পুড়ে গেছে । 


রেলের তরফে কী জানানো হল 
রেলের তরফে জানানো হয়েছে, বিক্ষোভ-অশান্তির জেরে মোট ৩০টি এসি ও ৪৭টি নন-এসি কোচের ক্ষতি হয়েছে। তার সঙ্গে হয়েছে পরিকাঠামোগত ক্ষতি। সব মিলিয়ে একদিনেই রেলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৯ লক্ষ ৯৭ হাজার ৭২৫ টাকা।


 বিক্ষোভকারীদের বার্তা রেলমন্ত্রীর
এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের বার্তা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ-র। হিংসার আশ্রয় না নিতে এবং রেলের সম্পত্তি নষ্ট না করার জন্য বিক্ষোভকারীদের কাছে আবেদন জানালেন তিনি। সংবাদ সংস্থা এএনআই-কে রেলমন্ত্রী বলেন, রেল আমাদের জাতীয় সম্পত্তি। কাজেই, এর যাতে কোনও ক্ষতি না হয় তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। প্রত্যেকের কাছে আমার আবেদন, কেউ হিংসার আশ্রয়ন নেবেন না। রেলের সম্পত্তি নষ্ট করবেন না। রেল আমাদের দেশের সম্পত্তি। আমাদের সম্পত্তি এবং এটা আমাদের পরিষেবার জন্যই রয়েছে।


১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত
অগ্নিপথ-বিতর্কের মধ্যেই এবার অগ্নিবীরদের জন্য চাকরিতে সংরক্ষণের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ট্যুইটে লেখা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের  জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।