সমীরণ পাল, ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা :  অগ্নিপথের বিরোধিতায় দেশজুড়ে চড়ছে বিক্ষোভ-আন্দোলনের (agneepath scheme) আঁচ। ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে সেনায় চাকরির স্বপ্ন দেখা, তরুণদের আক্রোশ। বিহার থেকে তেলঙ্গানায় পুড়িয়ে দেওয়া হয়েছে ট্রেন। এবার সেই অগ্নিপথ-বিক্ষোভের আঁচ বাংলাতেও ( Agnipath Violence )। শিয়ালদা (Sealdah) মেন শাখায় ব্যারাকপুর স্টেশনে সকাল থেকেই প্রতিবাচ চলছে। তার জেরে সেখানে আটকে পড়েছে ট্রেন। বিপর্যস্ত হয়েছে ট্রেন পরিষেবা। এর জেরে সমস্যার সম্মুখীন হয়েছেন বহু যাত্রী। 


ব্যারাকরপুর স্টেশনে অভিনব উপায়ে বিক্ষোভ দেখায় প্রতিবাদকারীরা। অবরোধ করে রেললাইনে ডন বৈঠক দিতে শুরু করেন। এই অবরোধের জেরে আপ ও ডাউন লাইনে আটকে পড়ে একাধিক ট্রেন। এরপর এগিয়ে আসেন ট্রেনযাত্রীরা।

কারও কারও অভিযোগ, বিক্ষোভকারীরা যাঁদের কাছে দাবি, তাঁদের কাছে গিয়ে প্রতিবাদ জানান, অবরোধের জেরে তো সাধারণ মানুষেরই হয়রানি হচ্ছে। কেউ কেউ বলেন, সকাল ৯ টায় অফিস পৌছঁনোর কথা, এখন ১১ টা, ট্রেন আটকে রয়েছে, মাইনে কাটা যাবে তো !

বিক্ষোভকারীদের সঙ্গে তাঁদের বচসা বেধে যায়। ঘটনাস্থলে আসে বিরাট পুলিশবাহিনী। মিনিট চল্লিশ পর রেল পুলিশ গিয়ে অবরোধকারীদের হঠিয়ে দেয়। 

আরও পড়ুন :


অগ্নিপথের আঁচ বাংলাতে, আজ বাংলায় বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন


উত্তর থেকে শুরু হয়ে দক্ষিণ...ক্ষোভের আগুন ছড়াচ্ছে একের পর এক রাজ্যে। আগুন-ভাঙচুর-গুলি-কাঁদানে গ্যাস, ধরপাকড় বাদ যাচ্ছে না কিছুই। পরপর জ্বলছে ট্রেন। এই পরিস্থিতিতে রেলের তরফে জানানো হয়েছে, বিক্ষোভ-অশান্তির জেরে মোট ৩০টি এসি ও ৪৭টি নন-এসি কোচের ক্ষতি হয়েছে।তার সঙ্গে হয়েছে পরিকাঠামোগত ক্ষতি। সব মিলিয়ে একদিনেই রেলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৯ লক্ষ ৯৭ হাজার ৭২৫ টাকা।