Agnipath Scheme Violence: অগ্নিপথের নিয়োগের বিরোধিতায় জ্বলছে একের পর এক রাজ্য

Agnipath Scheme Violence Latest Updates: অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, রেলে হামলা, বাতিল ট্রেন। দেখতে থাকুন অগ্নিপথ বিক্ষোভের সব আপডেট

abp ananda Last Updated: 18 Jun 2022 11:46 PM
Agnipath Row Update : প্রতিবাদের নামে তাণ্ডবে বিপর্যস্ত রেল, স্টেশনে তাণ্ডব, বিভিন্ন জায়গায় অবরোধের প্রভাব বাংলাতেও

প্রতিবাদের নামে তাণ্ডবে বিপর্যস্ত রেল। স্টেশনে তাণ্ডব, বিভিন্ন জায়গায় অবরোধের প্রভাব বাংলাতেও। বহু ট্রেন বাতিল। যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগ। 

Agnipath Protest 2022 : অগ্নিপথের নিয়োগের বিরোধিতায় জ্বলছে একের পর এক রাজ্য

অগ্নিপথের নিয়োগের বিরোধিতায় জ্বলছে একের পর এক রাজ্য।বিহারের তারেগানায় জিআরপিকে লক্ষ্য করে গুলি। জেহানাবাদ, রোহতাসে হামলা। 

Agnipath Row Update : বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার সঙ্গে বিক্ষোভ বাংলাতেও, রাজ্যেও রেল অবরোধ

বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার সঙ্গে বিক্ষোভ বাংলাতেও। ব্যারাকপুরে অফিস টাইমে রেল অবরোধ। যাত্রীদের সঙ্গে আন্দোলনকারীদের বচসা। 

Agnipath Protest 2022 :অশান্তির আগুনে জ্বলছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব

অশান্তির আগুনে জ্বলছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব। জৌনপুরে যাত্রীদের নামিয়ে বাসে আগুন। কুশীনগরে রেল অবরোধ। লুধিয়ানায় স্টেশনে তাণ্ডব। 

Agnipath Row Update : অগ্নিপথ বিরোধিতায় বিহারের তারেগানা, জেহানাবাদ, মুঙ্গের-সহ একাধিক জায়গায় ছড়িয়েছে অশান্তি

অগ্নিপথ বিরোধিতায় বন্‍‍ধে অশান্তি। বিহারের তারেগানা, জেহানাবাদ, মুঙ্গের-সহ একাধিক জায়গায় ছড়িয়েছে অশান্তি। উত্তপ্ত উত্তরপ্রদেশও। জৌনপুরে যাত্রী নামিয়ে বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পডরোনা স্টেশনে রেল অবরোধ করা হয়। 

Agnipath Protest 2022 : অশান্তির আশঙ্কায় আসানসোল স্টেশনে আরপিএফের রুটমার্চ

অশান্তির আশঙ্কায় আসানসোল স্টেশনে আরপিএফের রুটমার্চ। সকাল থেকে দফায় দফায় স্টেশনে রুটমার্চ। 

Agnipath Row Update : দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই অগ্নিপথ নিয়ে একাধিক নতুন ঘোষণা করল মোদি সরকার

বিক্ষোভের পর হুঁশ ফিরল? 'অগ্নিপথ' বিতর্কে প্রশ্ন তুলছে বিরোধীরা। কৃষি আইনের মতোই ফেরত নিতে হবে, হুঁশিয়ারি রাহুল গান্ধীর। জবাব দিয়েছে বিজেপিও। 

Agnipath Protest 2022 : দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই অগ্নিপথ নিয়ে একাধিক নতুন ঘোষণা করল মোদি সরকার

দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই অগ্নিপথ নিয়ে একাধিক নতুন ঘোষণা করল মোদি সরকার। ৪ বছরের মেয়াদ শেষে স্বরাষ্ট্রমন্ত্রক, প্রতিরক্ষামন্ত্রকে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ। নিয়োগের কথা জানিয়েছে জাহাজ ও ক্রীড়া মন্ত্রকও। 

Agnipath Row Update : ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ, বিপর্যস্ত রেল

সন্ধে ৭.৫০-এর হাওড়া-গয়া এক্সপ্রেস বাতিল। রাত ৮.৩৫-এর ডিব্রুগড়-হাওড়া-দানাপুর রাজেন্দ্রনগর এক্সপ্রেস বাতিল। রাত ৯.৪৫-এর হাওড়া-কাঠগোদাম বাগ এক্সপ্রেস বাতিল। রাত ১১.২০-র হাওড়া-মোকামা এক্সপ্রেস বাতিল। রাত ১১.৫৫-র হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস বাতিল। 

Agnipath Protest 2022 : ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ, বিপর্যস্ত রেল

‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ, বিপর্যস্ত রেল। হাওড়া থেকে এখনও ১৩টি দূরপাল্লার ট্রেন বাতিল। বাতিল শিয়ালদা-বালিয়া, শিয়ালদা-গঙ্গাসাগর এক্সপ্রেস। শুধুমাত্র মালদা পর্যন্ত যাবে হাটেবাজারে এক্সপ্রেস। 

Agnipath Row Update : ব্যারাকপুরে রেল অবরোধ করেন চাকরিপ্রার্থীরা

ফের রাজ্যে অগ্নিপথ আন্দোলনের আঁচ। ব্যারাকপুরে রেল অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। এদিকে, দুর্গাপুর স্টেশনেও একই ইসুতে বিক্ষোভ দেখায় SFI ও DYFI।

Agnipath Protest 2022 : অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় উত্তপ্ত হাজরা

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় এআইডিএসও-র বিক্ষোভে উত্তপ্ত হাজরা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি। 

Agnipath Row Update : অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের

রাজনাথ সিংকে উদ্ধৃত করে ট্যুইটে আরও জানানো হয়েছে, সমস্ত সরকারি চাকরিতে তাঁরা অগ্রাধিকার পাবেন। চাকরি ছাড়া অন্য কোনও জীবিকা বেছে নিলে অগ্নিবীররা তুলনামূলক কম সুদে ঋণ পাবেন। অগ্নিবীরদের প্রশিক্ষণের মেয়াদ ৬ মাসের হলেও, প্রশিক্ষণের মানের সঙ্গে সমঝোতা করা হবে না।

Agnipath Protest 2022 : অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের

দেশজুড়ে অগ্নিপথ-বিক্ষোভের জের। অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে উদ্ধৃত করে ট্যুইটে জানানো হয়েছে, ৪ বছরের মেয়াদ শেষে সেনাবাহিনীতে চাকরি না থাকলেও অগ্নিবীর হিসেবে আজীবন পরিচয় দিতে পারবেন প্রশিক্ষিতরা। 

Agnipath Row Update : অগ্নিপথ বিরোধিতায় ছাত্র সংগঠনের ডাকা ভারত বনধে অশান্ত বিহারের জেহানাবাদ

অগ্নিপথ বিরোধিতায় ছাত্র সংগঠনের ডাকা ভারত বন্‍‍ধে অশান্ত বিহারের জেহানাবাদ। বাস-ট্রাকে আগুন, পাথরবৃষ্টি। অগ্নিগর্ভ তারেগানা, স্টেশনে ভাঙচুর-আগুন-লুঠপাট, এমনকী গুলি চালানো হয় বলেও অভিযোগ। জেহানাবাদ, পাটনা, মুঙ্গেরের পরিস্থিতিও অগ্নিগর্ভ। রোহতাসের বিক্রমগঞ্জ ও নৌখায় আগুন, বিক্রমগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভাঙচুর।

Agnipath Protest 2022 : নয়াদিল্লি রেল স্টেশনেও নিরাপত্তার কড়াকড়ি

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিহার ছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা, দিল্লি-সহ দেশের ১৩টি রাজ্যে হিংসা ছড়িয়েছে। নয়াদিল্লি রেল স্টেশনেও নিরাপত্তার কড়াকড়ি। চলছে পুলিশের রুট মার্চ। 

Agnipath Row Update : শূন্যে গুলি চালিয়ে বিক্ষোভকারীরা কিছু সময়ের জন্য দখল করে তারেগানা স্টেশন

পাটনার অদূরে তারেগানা স্টেশন। শূন্যে গুলি চালিয়ে বিক্ষোভকারীরা কিছু সময়ের জন্য দখল করে স্টেশন। পুড়িয়ে দেওয়া হয় জিআরপি থানার সব গাড়ি, আক্রমণ চলে আরপিএফ ব্যারাকেও। বেশ খানিকক্ষণের জন্য দখল করে নেওয়া হয় তারেগানা স্টেশন। গুলি চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। 

Agnipath Protest 2022 : 'অগ্নিপথ’ নিয়ে বিক্ষোভ, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

অশান্তির আশঙ্কায় সব রাজ্যের মুখ্যসচিব, ডিজিপিদের বার্তা কেন্দ্রের। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের পুলিশ কমিশনারকেও সতর্কবার্তা। 

Agnipath Row Update : 'অগ্নিপথ’ নিয়ে বিক্ষোভ, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

'অগ্নিপথ’ নিয়ে বিক্ষোভ, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। ‘স্টেশন, জাতীয় সড়ক-সহ সরকারি দফতরে বাড়তি নিরাপত্তা’, আপাতত বিক্ষোভ চলার আশঙ্কায় সতর্ক করল কেন্দ্র। 

Agnipath Protest 2022 : পাটনার অদূরে তারেগানা স্টেশনে পুড়িয়ে দেওয়া হল জিআরপির সব গাড়ি, আক্রমণ চলে ব্যারাকেও

পাটনার অদূরে তারেগানা স্টেশন । শূন্যে গুলি চালিয়ে বিক্ষোভকারীরা কিছু সময়ের জন্য দখল করে স্টেশন। পুড়িয়ে দেওয়া হয় জিআরপি থানার সব গাড়ি, আক্রমণ চলে আরপিএফ ব্যারাকেও। বেশ খানিকক্ষণের জন্য দখল করে নেওয়া হয় তারেগানা স্টেশন। গুলি চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ।

Agnipath Row Update : অগ্নিপথ বিক্ষোভের জের, আচমকা বাতিল কলকাতা স্টেশন থেকে ছাড়া জম্মু-তাওয়াই এক্সপ্রেস

অগ্নিপথ বিক্ষোভের জেরে কলকাতা স্টেশন থেকে ছাড়া জম্মু-তাওয়াই এক্সপ্রেস আচমকা বাতিল। ট্রেন আচমকা বাতিল হওয়ায় প্রবল অসুবিধায় যাত্রীরা। গতকাল থেকে অপেক্ষা করছেন যাত্রীদের অনেকেই। রাতভর স্টেশনে অপেক্ষা করছেন অসহায় যাত্রীদের একাংশ।

Agnipath Protest 2022 : চেন্নাইয়ে ওয়ার মেমোরিয়ালের কাছে যুব সম্প্রদায়ের বিক্ষোভ, পুলিশ গিয়ে হঠিয়ে দিল বিক্ষোভকারীদের

অগ্নিপথ-বিক্ষোভের জেরে তামিলনাড়ুতে প্রতিবাদ। চেন্নাইয়ে ওয়ার মেমোরিয়ালের কাছে যুব সম্প্রদায়ের বিক্ষোভ কর্মসূচি। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। 

Agnipath Row Update : দেশজুড়ে অগ্নিপথ আন্দোলনের মধ্যেই সেনা-নৌ-বায়ুসেনা প্রধানকে নিয়ে বৈঠক রাজনাথের

দেশজুড়ে অগ্নিপথ আন্দোলনের মধ্যেই বৈঠক প্রতিরক্ষামন্ত্রীর। সেনা-নৌ-বায়ুসেনা প্রধানকে নিয়ে বৈঠক রাজনাথের। বৈঠকে অগ্নিপথ প্রকল্প নিয়ে করা হয় সমীক্ষা।

Agnipath Protest 2022 : হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেকেন্দ্রাবাদ স্টেশনে বিক্ষোভ সংগঠিত করা হয়েছিল, দাবি পুলিশের

অগ্নিপথ-বিক্ষোভে সেকেন্দ্রাবাদ স্টেশনে পুলিশের গুলিতে একজনের মৃত্যু। আশঙ্কাজনক আরও একজন। ঘটনায় গ্রেফতার এক। হায়দরাবাদ পুলিশের দাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেকেন্দ্রাবাদ স্টেশনে বিক্ষোভ সংগঠিত করা হয়। ধৃত ব্যক্তি মূল ষড়যন্ত্রী বলে পুলিশের দাবি। গতকালের ঘটনায় নিহতের পরিবারের একজনকে সরকারি চাকরি ও পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

Agnipath Row Update : 'অগ্নিপথ' নিয়ে বিক্ষোভকারীদের উস্কানি দিচ্ছে বিরোধীরা, অভিযোগ অগ্নিমিত্রার

অগ্নিপথ নিয়ে যারা বিক্ষোভ করছেন, তাঁরা জানেন না কী জন্য বিক্ষোভ। বিরোধীরা তাঁদের উস্কানি দিচ্ছে। মন্তব্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের।

Agnipath Protest 2022 : অগ্নিপথ-বিক্ষোভে রেলের ক্ষতির পরিমাণ ৩ কোটি ২৯ লক্ষ ৯৭ হাজার ৭২৫ টাকা

দেশজুড়ে অগ্নিপথ-বিক্ষোভের আঁচ সবথেকে বেশি পড়েছে রেল পরিষেবায়। রেলের তরফে জানানো হয়েছে, বিক্ষোভ-অশান্তির জেরে মোট ৩০টি এসি ও ৪৭টি নন-এসি কোচের ক্ষতি হয়েছে।তার সঙ্গে হয়েছে পরিকাঠামোগত ক্ষতি। সব মিলিয়ে একদিনেই রেলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৯ লক্ষ ৯৭ হাজার ৭২৫ টাকা।

Agnipath Row Update : 'অগ্নিবীর হিসেবে আজীবন, নতুন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের

দেশজুড়ে অগ্নিপথ-বিক্ষোভের জের। অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে উদ্ধৃত করে ট্যুইটে জানানো হয়েছে, ৪ বছরের মেয়াদ শেষে সেনাবাহিনীতে চাকরি না থাকলেও  অগ্নিবীর হিসেবে আজীবন পরিচয় দিতে পারবেন প্রশিক্ষিতরা। সমস্ত সরকারি চাকরিতে তাঁরা অগ্রাধিকার পাবেন। চাকরি ছাড়া অন্য কোনও জীবিকা বেছে নিলে অগ্নিবীররা তুলনামূলক কম সুদে ঋণ পাবেন। অগ্নিবীরদের প্রশিক্ষণের মেয়াদ ৬ মাসের হলেও, প্রশিক্ষণের মানের সঙ্গে সমঝোতা করা হবে না।

Agnipath Protest 2022 : সুপ্রিম কোর্টে অগ্নিপথ-আন্দোলন, ভালোমন্দ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গড়ার আর্জি

এবার সুপ্রিম কোর্টে অগ্নিপথ-আন্দোলন । অগ্নিপথ প্রকল্পের ভালোমন্দ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গড়ার আর্জি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় বসিয়ে কমিটি গড়ার আর্জি। জাতীয় নিরাপত্তা এবং সেনার উপর অগ্নিপথ প্রকল্পের প্রভাব জানতে কমিটি গঠনের আর্জি। সিট গড়ার আর্জি সর্বোচ্চ আদালতে হিংসা ও ক্ষয়ক্ষতি নিয়ে তথ্য জানতে আদালতে আর্জি। 

Agnipath Violence : অগ্নিপথ-বিক্ষোভে সেকেন্দ্রাবাদ স্টেশনে পুলিশের গুলিতে একজনের মৃত্যু

অগ্নিপথ-বিক্ষোভে সেকেন্দ্রাবাদ স্টেশনে পুলিশের গুলিতে একজনের মৃত্যু। আশঙ্কাজনক আরও একজন। ঘটনায় গ্রেফতার এক। হায়দরাবাদ পুলিশের দাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেকেন্দ্রাবাদ স্টেশনে বিক্ষোভ সংগঠিত করা হয়। ধৃত ব্যক্তি মূল ষড়যন্ত্রী বলে পুলিশের দাবি।

Agnipath Violence row Live: ব্যারাকপুর স্টেশনে অবরোধ উঠল

অগ্নিপথ-বিক্ষোভের আঁচ বাংলাতেও। শিয়ালদা মেন শাখায় ব্যারাকপুর স্টেশনে অভিনব প্রতিবাদ। অবরোধ করে রেললাইনে ডন বৈঠক বিক্ষোভকারীরা। অবরোধের জেরে আপ ও ডাউন লাইনে আটকে পড়ে একাধিক ট্রেন। দুর্ভোগের শিকার হন যাত্রীরা। বিক্ষোভকারীদের সঙ্গে তাঁদের বচসা বেধে যায়। মিনিট চল্লিশ পর রেল পুলিশ গিয়ে অবরোধকারীদের হঠিয়ে দেয়। 

Agnipath Violence Update : বিহারের সমস্তিপুরে স্টেশনে দাঁড়িয়ে থাকা জম্মু তাওয়াই গুয়াহাটি এক্সপ্রেসে আগুন

বিহারের সমস্তিপুরে স্টেশনে দাঁড়িয়ে থাকা জম্মু তাওয়াই গুয়াহাটি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হামলায় যোগ দেন। রেল সূত্রে খবর, ৬টি বগি আগুনে পুড়ে গেছে

Agnipath Violence Update : বিজেপি সরকার ‘জয় জওয়ান জয় কিষাণ’-এর ধারণাকে অপমান করেছে, ট্যুইট রাহুলের

‘ আটবছর ধরে বিজেপি সরকার ‘জয় জওয়ান জয় কিষাণ’-এর ধারণাকে অপমান করেছে ... আমি আগেই বলেছিলাম যে প্রধানমন্ত্রীকে কালো কৃষি আইন প্রত্যাহার করতে হবে ... ঠিক একইভাবে বীর ক্ষমাপ্রার্থী হয়ে ওঁকে যুবসম্প্রদায়ের কথা মেনে অগ্নিপথও প্রত্যাহার করতে হবে’, ট্যুইট করে কটাক্ষ রাহুল গাঁধীর

Agnipath protests Live : ১২টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ, পরিবেশ থমথমে

পরিস্থিতি সামাল দিতে বিহারের ১২টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সহর্ষ এলাকায় বন‍্‍ধের জেরে সকাল থেকেই রাস্তাঘাট শুনশান। সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। স্টেশনের পরিবেশ থমথমে।

Agnipath Violence Live : অগ্নিবীরদের জন্য চাকরিতে সংরক্ষণের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

অগ্নিপথ-বিতর্কের মধ্যেই এবার অগ্নিবীরদের জন্য চাকরিতে সংরক্ষণের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ট্যুইটে লেখা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের  জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।

Agnipath Violence : হাটেবাজারে এক্সপ্রেসের যাত্রীদের চোখে-মুখে আতঙ্ক

হাটেবাজারে এক্সপ্রেসের যাত্রীদের চোখে-মুখে আতঙ্ক। আজ ভোর ৪টের সময় ঢোকার কথা ছিল শিয়ালদা স্টেশনে। অগ্নিপথ-বিক্ষোভের জেরে এদিন হাটেবাজারে এক্সপ্রেস কলকাতায় পৌঁছয় সকাল সাড়ে ৭টায়। 

Agnipath Scheme Protest : বিহারের ১২টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ

বিহারের ১২টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। অগ্নিপথের আঁচ ছড়িয়েছে বাংলাতেও। 

Agnipath Violence : ১৩টি রাজ্যে হিংসা ছড়িয়েছে

১৩টি রাজ্যে হিংসা ছড়িয়েছে। অগ্নিপথ বিরোধিতায় আজ ভারত বন‍্‍ধের ডাক দিয়েছে বিহারের বিভিন্ন ছাত্র সংগঠন।বিহারের সমস্ত বিরোধী দল এই বন্‍ধকে সমর্থন জানিয়েছে।

Agnipath Violence : অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা, আজ ভারত বন‍্‍ধের ডাক

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ ভারত বন‍্‍ধের ডাক দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। বিহারের সমস্ত বিরোধী দল এই বন্‍ধকে সমর্থন জানিয়েছে। 

Agnipath Scheme Violence: বিক্ষোভের ধাক্কায় বেসামাল রেল পরিষেবা

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতার আঁচে ব্যাপকভাবে প্রভাবিত রেল পরিষেবা। রেল সূত্রের খবর, শুক্রবার দেশজুড়ে অন্তত ৩৪০টি ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে। বাতিল হয়েছে ৯৪টি মেল ট্রেন ও ১০৪টি প্যাসেঞ্জার ট্রেন। যার জেরে চরম দুর্ভোগে পড়তে হয়েছে ট্রেনযাত্রীদের।

Agnipath Scheme Protest: আন্দোলনে এবার প্রাণহানিও

অগ্নিপথ-সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের আগুন ছড়াচ্ছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে। সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে প্রাণ গেছে এক তরুণের। বিহারের লখিসরাইতেও মৃত্যু হয়েছে একজনের।

প্রেক্ষাপট

অগ্নিপথ-বিরোধিতায় রণক্ষেত্র ১২ রাজ্য। সেকেন্দ্রাবাদে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, মৃত ১। আহত ১৩। বিহারের (Bihar) লখিসরাইয়ে ট্রেনে আগুন, ভাঙচুর। মৃত্যু যাত্রীর।


অগ্নিপথের বিরোধিতায় অগ্নিগর্ভ বিহার। সমস্তিপুর (samastipur), লখিসরাই, সুপৌল,ইসলামপুর, দানাপুরে- ৬টি ট্রেনে আগুন। সাসারামে পুলিশের উপর গুলি চালানোর অভিযোগ।


নিয়োগ-বিতর্কে তুলকালাম বিহারের বেতিয়ায় (Betia)। উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতে হামলা সশস্ত্র দুষ্কৃতীদের। ভাঙচুর বিজেপির রাজ্য সভাপতির বাড়িতেও।


উত্তরপ্রদেশের (Uttarpradesh) মথুরা থেকে রাজস্থানের ভরতপুর। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ-আরপিএফের তুমুল সংঘর্ষ, পাথরবৃষ্টি। আন্দোলন-আঁচ দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ডেও।


কেন্দ্রের অগ্নিপথ-বিরোধিতায় দেশজুড়ে আন্দোলন। স্টেশনে স্টেশনে ভাঙচুর-আগুন। তাণ্ডব রাস্তাতেও। ভোগান্তি চরমে। হরিয়ানা, বিহারে বন্ধ ইন্টারনেট।  


অগ্নিপথ আন্দোলনের ঢেউ বাংলায় (West Bengal)। হাওড়া ব্রিজে বিক্ষোভ। পুরুলিয়া শহরের কাছে অবরোধ। নিউ জলপাইগুড়িতে উত্তেজনা। ট্রেন আটকে ২ ঘণ্টার বিক্ষোভ ঠাকুরনগরে। 

অগ্নিপথে নিয়োগ শুরু খুব তাড়াতাড়ি, আশ্বাস সেনা ও বায়ুসেনা প্রধানের। সুযোগের সদ্ব্যবহার করুন, আহ্বান রাজনাথের। মোদি শুধু বন্ধুদের কথা শোনেন, ট্যুইট রাহুলের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.