আবির দত্ত, সুজিত মণ্ডল ও পূর্ণেন্দু সিংহ, কলকাতা : বাঁকুড়ার (Bankura) বিজেপি (BJP) বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে কল্যাণী AIIMS’এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ উঠছে। অভিযোগ বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তাঁর পুত্রবধূ অনসূয়া ঘোষকে চাকরি পাইয়ে দিয়েছেন। আর বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর মেয়েকে চাকরি করিয়ে দিয়েছেন। এই মামলার তদন্তভার নিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা CID।


তলবে গড়হাজির


শুক্রবার চাকদার বিজেপি বিধায়কর পুত্রবধূকে ভবানীভবনে তলব করে CID। কিন্তু তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, CID’র কাছে ই-মেল করে তিনি বিশেষ কারণে আসতে না পারার কথা বলে, ১০ দিন সময় চেয়েছেন। সোমবার তলব করা হয়েছে, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে। কোনও চিঠি পাননি, বলে জানিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক।


বিতর্কের সূত্রপাত


বিজেপি’র বনগাঁ সাংগঠনিক জেলার নেতা পার্থ চট্টোপাধ্যায় ৬ মে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি ই-মেল পাঠান। যেখানে, তিনি দাবি করেন, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ এবং বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন। এরপরই, মুর্শিবাদের এক বাসিন্দা কল্যাণী থানায় লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে, বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের নামে FIR হয়। পরে, কল্যাণী থানার থেকে তদন্তভার নেয় CID।


ভবানীভবনে তলব


সূত্রের খবর, এরপরই, শুক্রবার ভবানীভবনে তলব করা হয়, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে। সোমবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে তলব করা হয়েছে। কোনও চিঠি পাননি, বলে জানিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক।


CID সূত্রে খবর, বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষকে ফের তলব করা হতে পারে। প্রয়োজনে, দু’জনকেই বাড়ি গিয়ে করা হতে পারে জিজ্ঞাসাবাদ। সকাল থেকেই বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের মোবাইল ফোন বন্ধ ছিল। বাড়ির সামনে বিজেপি বিধায়কের গাড়ি দাঁড়িয়ে থাকলেও ডাকাডাকি করে কারোর সাড়া পাওয়া যায়নি।


আরও পড়ুন- রাজ্যে ফের কি বিষমদের জেরে মৃত্যু? ঝলকে আগের মর্মান্তিক ঘটনাগুলো