ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: বিমানবন্দরে (Airport) ফের বিপত্তি। মুম্বই (Mumbai) গামী এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানের ডানদিকের ইঞ্জিনের (Engine) ব্লেডে পাখির ধাক্কা লাগে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমানে থাকা ১১৭ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু।                                                                                                                                                                                         

  


বিমানবন্দর সুত্রে মারফত খবর আজ সকাল নটা চল্লিশ নাগাদ কলকাতা থেকে মুম্বাই গামী এয়ার ইন্ডিয়ার এ আই ৬৭৬ বিমানটি একটি দুর্ঘটনার সম্মুখীন হয়। জানা যায়, ১১৭ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু বোর্ডিং হওয়ার পরে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা বিমানটি টেক অফ এর আগে চেকিং এর সময় দেখে যে বিমানটির ডান দিকের ইঞ্জিনের ব্লেড বেঁকে রয়েছে। 


তৎক্ষণাৎ পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সমস্ত বিষয় সম্পর্কে অবগত করেন। এরপর বিমানটিকে ট্যাক্সি বে-তে নিয়ে ত্রুটি মেরামতি করা হয়। বিমানে থাকা যাত্রীদের নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে, প্রাথমিকভাবে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের অনুমান মুম্বাই থেকে কলকাতা আসার পথেই বিমানে ইঞ্জিনে পাখির ধাক্কা।                           


বলা চলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল মুম্বাই গামী এয়ার ইন্ডিয়া ১১৭ জন যাত্রী। 


আরও পড়ুন, 'হিংসায় উস্কানি দিচ্ছে বিজেপি', রিষড়ার অশান্তিতে বিজেপিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী


ওই বিমান থেকে সকল যাত্রীদের নামিয়ে সেটি মেরামত চলছে। সাত সকলে এমন ঘটনায় বেশ ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে বিমান যাত্রীদের। তবে এই ঘটনায় বিমান বন্দরের কর্তৃপক্ষের প্রাথমিকভাবে অনুমান, মুম্বই থেকে কলকাতা আসার পথেই বিমানটির ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। যার ফলে এই ঘটনা।