সৌভিক মজুমদার, কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন তৃণমূল (TMC) নেতা ও মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। তা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য। সেই মামলায় নাম জোড়া হয়েছিল মুখ্যমন্ত্রীর। এবার সেই মামলা থেকে বাদ দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম।
কী নির্দেশ:
নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাষ্ট্রপতির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলায় পার্টি করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে।
মুখ্যমন্ত্রীর তরফে আইনজীবীদের যুক্তি ছিল, এই মামলাতে মুখ্যমন্ত্রীকে পার্টি করার গ্রহণযোগ্যতা নেই। কারণ তাঁর কাছে কেউ সমাধান চেয়ে আসেননি। তিনি এই মামলায় যুক্ত থাকতে পারে না। তাই মামলা থেকে নাম বাদ দিতে আবেদন করা হয়। সেই আবেদন মেনে নিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আগেই অখিল গিরির মন্তব্যের জন্য প্রতিক্রিয়া জানিয়েছিলেন মমতা। তিনি বলেছিলেন, 'অখিলের এই মন্তব্য করা ঠিক হয়নি। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, অন্যায় করেছে অখিল গিরি। আমার বিধায়কের তরফে আমি ক্ষমা চেয়ে নিচ্ছে। ভবিষ্যতে এই ধরণের মন্তব্য যেন না করা হয়। ভবিষ্যতে এই ধরণের মন্তব্য করলে দল ব্যবস্থা নেবে।' বললেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে বলেন মুখ্যমন্ত্রী, 'ভবিষ্যতে এই ধরনের মন্তব্য যেন না করা হয়। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করলে দল ব্যবস্থা নেবে।'
রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্য জেরে তাঁর গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি চালিয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতিকেও (President) নিশানা করেছিলেন মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। রাষ্ট্রপতিকে নিয়ে বেলাগাম বক্তব্য রেখেছিলেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। ওই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে। অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করেন অমিত মালব্য। ট্যুইটারে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে অপমান করেছেন।' অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে রাজভবনে দরবার করেছিল বিজেপি। রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছিল অখিল গিরির বিরুদ্ধে। দিল্লি, ওড়িশা, অসমের মতো রাজ্যেও পুলিশে অভিযোগ জমা পড়েছিল। এই ইস্যুকে কেন্দ্র করে তোলপাড় চলেছিল রাজ্য-রাজনীতিতে।
আরও পড়ুন: জুন মালিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে এবার কাঠগড়ায় খোদ তৃণমূল কাউন্সিলর