অরিন্দম সেন, আলিপুরদুয়ার:  রাখি পূর্ণিমায় পালনে নজর কাড়ল আলিপুরদুয়ার। ৩৫ ফুট রাখি সামনে রেখে পালিত হল উৎসব (Raksha Bandhan 2022)। রাখি পড়ানো হল কচিকাঁচাদের হাতে। সমবেত ভাবে হল মিষ্টিমুখ। ছোট-বড় সকলে মিলে এ ভাবেই উৎসবের আবহ ধরা পড়ল আলিপুরদুয়ারে (Alipurduar News)। 


আলিপুরে ৩৫ ফুট রাখি নিয়ে উৎসব উদ্‌যাপন আলিপুরদুয়ারে


আলিপুরদুয়ার শহরের শোভাগঞ্জ এলাকার ২ নম্বর ব্লক পঞ্চায়েত এলাকার ঘটনা (District News)। বৃহস্পতিবার সেখানেই আয়োজিত হয়েছিল রাখি পূর্ণিমা উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। সেখানেই মঞ্চে রাখা হয় ৩৫ ফুট রাখি। আগের বছরও এমন দীর্ঘ রাখি বানিয়ে নজির তৈরি করেছিল আলিপুরদুয়ার। তবে এ বার দৈর্ঘ্যের নিরিখে গতবছরের রেকর্ডও ভেঙে গেল (Raksha Bandhan 2022 Celebration)। 


এ দিনের ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিল শিশু এবং কিশোররাও। তাদের হাতে রাখি পরানো হয়। পরস্পরকে লাড্ডু খাইয়ে চলে মিষ্টিমুখও। গানে-কথায় সেজে ওঠে অনুষ্ঠান মঞ্চ। 


আরও পড়ুন: Howrah News: ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির প্রভাব! পতাকার চাহিদা তুঙ্গে, কারখানায় রাতজেগে চলছে কাজ


এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী,  উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বা, ব্লক আধিকারিক-সহ অন্য আরও অনেকে। সকলে ৩৫ ফুট দীর্ঘ রাখির বন্ধনে আবদ্ধ হন মঞ্চে। 


অনুষ্ঠানস্থল থেকে আলিপুরদুয়ারের ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস বলেন, ‘‘গত বছর ৩২ ফুটের রাখি ছিল। এ বার ৩৫ ফুটের রাখির মাধ্যমে পুরো ব্লক প্রশাসনকে  রাখি-বন্ধনে আবদ্ধ করা হল।’’ 


শুক্রবার দেশ জুড়ে পালিত হল রাখি পূর্ণিমা


শুক্রবার দেশ জুড়ে পালিত হল রাখি পূর্ণিমা। ভারতীয় সংস্কৃতিতে ভাই-বোনের সম্পর্কের উদ্‌যাপন হয় এই রাখি পূর্ণিমায়। এই বিশেষ দিনে ভাইয়ের হাতে রাখি পরায় বোনেরা। বোনকে সব বিপদের থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় ভাইয়েরা। তারই প্রতীক হিসেবে রাখি পরানো হয় হাতে।  


পঞ্চাঙ্গ অনুযায়ী, এ বছর শ্রাবণ পূর্ণিমার এই তিথি বৃহস্পতিবার সকাল ১০টা বেজে ৩৮ মিনিট থেকে শুরু হয়। শুক্রবার অর্থাৎ ১২ অগাস্ট সকাল ৭টা বেজে ৫ মিনিট পর্যন্ত থাকবে। 


রাখিবন্ধনের যে বিশেষ বিশেষ মুহূর্ত রয়েছে, সেগুলি হল —


অভিজিৎ মুহূর্ত:
১১ আগস্ট সকাল ১১টা বেজে ৩৭ মিনিট থেকে ১২টা বেজে ২৯ মিনিট পর্যন্ত এই মুহূর্ত। শাস্ত্র অনুযায়ী, এটা রাখি বাঁধার জন্য সবচেয়ে ভাল ও পবিত্র সময় বলে মনে করা হয়।


বিজয় মুহূর্ত:
এছাড়া রয়েছে বিজয় মূহূর্ত। বৃহস্পতিবার ১১ অগাস্ট দুপুর ২টো বেজে ১৪ মিনিট থেকে বিকেল ৩টে বেজে ৭ মিনিট পর্যন্ত এই মুহূর্ত।   


১১ অগাস্ট ভাদ্র পুঞ্ছ বিকেল ৫টা বেজে ১৭ মিনিট থেকে সন্ধে ৬টা বেজে ১৬ মিনিট পর্যন্ত থাকবে। এর পর রাত ৮টা পর্যন্ত ভাদ্র মুখ থাকবে, যা রাখির জন্য শুভ সময় নয়। ১১ অগাস্ট ভদ্রকাল থাকবে রাত ৮টা ৫১ মিনিট পর্যন্ত।


সন্ধেতেও রাখি বাঁধার অনুষ্ঠান:
১১ অগাস্ট সন্ধেবেলাতেও রাখি বাঁধার জন্য শুভ সময় রয়েছে। রাত ৮টা বেজে ৫১ মিনিট থেকে রাত ৯টা বেজে ১৩ মিনিট পর্যন্ত থাকবে এই সময়।